নয়াদিল্লি: 'অপারেশন সিঁদুর'-এর পর থেকেই চর্চায় কর্নেল সোফিয়া কুরেশি (Sofiya Qureshi)। গোটা দুনিয়ার সামনে অপারেশন সিঁদুরের পরে, ভারতের বীরগাথা শুনিয়েছিলেন তিনি। গোটা দুনিয়ার নজর এখন তাঁর দিকেই। এই বীর কর্নেলের ব্যাপারে আরও বেশি করে জানতে চায় মানুষ। গোটা দেশ গর্বিত এই ভারতীয় কন্যাকে নিয়ে। তবে অনেকেই জানেন না, কর্নেল সোফিয়া কুরেশির এক বোন ও রয়েছে। তবে তিনি সেনাবাহিনীতে যোগ দেননি। বরং বলা ভাল, তিনি বলিউডের অংশ। তিনি একজন অভিনেত্রী, মডেল ও পরিচালক। কে এই কর্নেল সোফিয়া কুরেশির বোন?
কর্নেল সোফিয়া কুরেশির বোনের নাম শায়না সুনসারা। শায়না ও সোফিয়া, দুজনেই যমজ বোন। দুজনেরই জন্ম হয় সেনাদের পরিবারে। বাবা, দাদু, কাকা... সোফিয়া শায়নার পরিবারে সবাই সৈন্যদলেই নাম লিখিয়েছেন ভারতের। সেই রীতি বহন করে নিয়ে, ভারতীয় সৈনিক হিসেবে কেরিয়ার শুরু করেন সোফিয়াও। নিজের গুণেই নিজের জায়গা তৈরি করে নেন। তবে বোন শায়না হাঁটেন অন্য পথে। তিনি বেছে নেন গ্ল্যামার দুনিয়া। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করে শায়না যোগ দেন অভিনয় ও পরিচালনায়।
শায়না নিজের মতো করে নিজের জায়গা করে নিলেও, তিনি বিভিন্ন বিষয়েই দক্ষতা দেখিয়েছেন। একাধিক সৌন্দর্য্য প্রতিযোগিতায় জিতেছেন শায়না। রাষ্ট্রপতির হাত থেকে স্বর্ণপদক পেয়েছেন শায়না। অভিনয়, মডেলিংয়ের পাশাপাশি, তিনি রাইফেল শ্যুটিংয়েও দক্ষ। তিনি রাইফেল শ্য়ুটিংয়ে পুরস্কার ও পেয়েছেন। শায়না সোশ্যাল মিডিয়ায়ও বেশ জনপ্রিয় এবং তাঁর ইনস্টাগ্রামে ৩১ হাজারের বেশি অনুসারী আছেন। উল্লেখ্য, শায়নার ফ্যাশন ডিজাইনিংয়ের প্রতিও আগ্রহ ছিল। তিনি ছোটবেলায় মায়ের শাড়ি কেটে পোশাকও বানিয়েছিলেন।
আপাতত শায়নার প্রোফাইল জুড়ে ভর্তি দিদি সোফিয়ার সঙ্গে তাঁর ছবি। দিদিকে নিয়ে গর্বিত শায়না। সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তিনি একটা সময়ে স্বপ্ন দেখতেন, দিদির সঙ্গে তিনি সৈনিকের পোশাকে ডন বৈঠক দিচ্ছেন। কিন্তু পরবর্তীকালে তিনি বেছে নেন অন্য কেরিয়ার। দিদিকে নিয়ে গর্বিত শায়না। তিনি বলেছেন, 'ইচ্ছে থাকলেই সমস্ত কিছু করা সম্ভব সোফিয়া তা দেখিয়েছে। আমি আমার দিদিকে নিয়ে ভীষণ গর্বিত।'