মুম্বই: সন্ধান মিলল ৪ মাস ধরে নিখোঁজ কমেডিয়ান সিদ্ধার্থ সাগরের। নিজের শারীরিক সুস্থতার খবর দিয়ে ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করেছেন তিনি।

তাতে উনি বলেছেন, ‘আমার কাছে সংবাদমাধ্যম থেকে টানা ফোন আসছে, সকলের আমার ব্যাপারে চিন্তা দেখে মনে হল, সামনে এসে আপনাদের সঙ্গে কথা বলা উচিত। তাই এই ভিডিও পোস্ট করছি। পারিবারিক সমস্যার জেরে কিছু দিন ক্যামেরা থেকে দূরে ছিলাম, এ সময়টা প্রচণ্ড মানসিক সঙ্কটের মধ্যে কাটিয়েছি। শিগগিরি সংবাদমাধ্যমের সামনে এসে নিজের সব কথা বলব’।

দেখুন সেই ভিডিও

[embed]https://www.instagram.com/p/Bg7GDT1HLFX/[/embed]