নয়াদিল্লি: বিপাকে বলি তারকা ভিকি কৌশল (Vicky Kaushal) ও সারা আলি খান (Sara Ali Khan)। মধ্যপ্রদেশের এক ব্যক্তি তাঁদের নামে পুলিশে অভিযোগ দায়ের করলেন। ঠিক কী কারণে এমন কাণ্ড? মধ্যপ্রদেশের এক ব্যক্তি বলিউড অভিনেতা ভিকি কৌশল এবং সারা আলি খানের আগামী ছবির সিনে মোটরসাইকেলের নম্বর প্লেট বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বলে পুলিশে অভিযোগ দায়ের করেছেন।


ইন্দোরের (Indore) ওই ব্যক্তি দাবি করেছেন যে ভিকি-সারার ছবিতে যে নম্বরপ্লেট সমেত মোটরসাইকেল ব্যবহার করা হচ্ছে সেই নম্বর আসলে তাঁর নিজের। সম্প্রতি ভাইরাল হয়েছে ভিকি কৌশল ও সারা আলি খানের আগামী ছবির শ্যুটিংয়ের ছবি। সেখানে বাইকে চড়িয়ে সারাকে নিয়ে যেতে দেখা যায় ভিকিকে।


সংবাদ সংস্থা এএনআইকে (ANI) জয় সিংহ যাদব নামের ওই ব্যক্তি বলেন, 'সিনেমায় ব্যবহৃত গাড়ির নম্বরটি আমার। আমি জানি না ফিল্ম ইউনিট এটি সম্পর্কে সচেতন কি না তবে এটি অবৈধ।' তিনি আরও বলেন, 'তাঁরা অনুমতি ছাড়া আমার নম্বর প্লেট ব্যবহার করতে পারেন না। পুলিশের কাছে স্মারকলিপি দিয়েছি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত।'


আরও পড়ুন: Sushant Singh Rajput: প্রয়াত ভাই সুশান্তের তরফে নববর্ষের শুভেচ্ছা শ্বেতা সিংহ কীর্তির


তাঁর অভিযোগের ভিত্তিতে ইন্দোরের বানগঙ্গা এলাকার সাব-ইনস্পেক্টর রাজেন্দ্র সোনি বলেন, 'আমরা একটি অভিযোগ পেয়েছি। নম্বর প্লেটটি বেআইনিভাবে ব্যবহার করা হয়েছে কি না তা আমরা দেখব। মোটরযান আইনের বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদি ফিল্ম ইউনিট ইন্দোরে থাকে, আমরা তদন্ত করার চেষ্টা করব।'


 






ক্যাটরিনা কাইফের সঙ্গে বিয়ের পর, ভিকি আবার তাঁর আসন্ন ছবিতে কাজ শুরু করেছেন। সম্প্রতি, অভিনেতা ক্যাটরিনার সঙ্গে তাঁর 'প্রথম' ক্রিসমাস উদযাপন করেন। সোশ্যাল মিডিয়ায় ছবিও শেয়ার করেন।