কলকাতা: ব্রাহ্মণদের নিয়ে মন্তব্য করায় ফের বিতর্কে পরিচালক অনুরাগ বসু (Anurag Basu)। অনন্ত মহাদেবন পরিচালিত ‘ফুলে’ সিনেমা-র থেকেই শুরু হয়েছিল বিতর্ক। সেই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ১১ এপ্রিল। শোনা যায়, প্রতীক গাঁধী, পত্রলেখা অভিনীত ছবি নিয়ে তীব্র প্রতিক্রিয়ার কারণে মুক্তির তারিখ পিছিয়ে হয়েছে ২৫ এপ্রিল। এর পরেই অনুরাগ সেন্সর বোর্ড এবং ব্রাহ্মণ সম্প্রদায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন। আর এর ফলে অনুরাগ কশ্যপ এতটাই ক্ষোভের মুখে পড়েছিলেন যে তাঁকে ক্ষমা পর্যন্ত চাইতে হয়েছে। আর এবার, তাঁর এই মন্তব্যের জেরে ইন্ডোরে নতুন করে অনুরাগ কশ্যপের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল।
শনিবার এমজি রোড পুলিশ স্টেশনের পক্ষ থেকে এএনআই-কে জানানো হয়, অনুপ শুক্ল বলে এক ব্যক্তি পরিচালক অনুরাগ কশ্যপের নামে এই এফআইআর দায়ের করেছেন। সোশ্যাল মিডিয়ায় ব্রাহ্মণদের নিয়ে করা মন্তব্যের বিরোধিতা করেই এই অভিযোগ দায়ের করা হয়েছে। ওই ব্যক্তির অভিযোগ, গোটা ব্রাহ্মণ সমাজকে অপমান করেছেন অনুরাগ কশ্যপ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, তদন্ত করে ঘটনাটি দেখা হচ্ছে। আশীষ রাই বলে এক আইনজীবীও মুম্বইতে অনুরাগ কশ্যপের নামে অভিযোগ দায়ে করেছিলেন এর আগেই।
অন্যদিকে ব্রাহ্মণদের নিয়ে মন্তব্য করে নিজেই বিপাকে পড়েছেন অনুরাগ কশ্যপ। সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি একটি চিঠি লিখে ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অনুরাগ কশ্য়প লিখেছেন, 'আমি যা বলেছি সেটা নিয়ে কোনও আক্ষেপ নেই। বলা কথা ফিরিয়ে নেওয়ার উপায় আমার জানা নেই। আর আমি কথা ফিরিয়ে নিতে চাই ও না। কেবল একটি বাক্য ছাড়া। ওই বক্তব্যটি অনেকেরই মনে হতে পারে অপ্রাসঙ্গিক। আমি কেবল ওই একটি বাক্যের কারণেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ, আমার বক্তব্যের কারণে আমার পরিবার-পরিজন সমস্যার মুখোমুখি হবেন— এটা কাম্য নয়।'
এর আগে অনুরাগ কশ্যপ সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, 'নতুনদের সাহায্য করে অনেক সময় নষ্ট করেছি। তাঁদের অনেক সাহায্য করেছি। কিন্তু বেশিরভাগ সময়েই শেষমেষ গিয়ে দেখেছি তাঁরা ভীষণ মাঝারি মেধার। আর তাই, প্রত্যাশা নিয়ে যার-তার সঙ্গে আর দেখা করব না আমি। এবার আমি প্রত্যেক নবাগতের সঙ্গে দেখা করার বিনিময়ে টাকা নেব। ১০ থেকে ১৫ মিনিটের সাক্ষাতের জন্য ১ লাখ টাকা নেব আমি। আধঘণ্টা সাক্ষাৎ করার জন্য লাগলে ২ লাখ টাকা। ১ ঘণ্টা সাক্ষাতের বিনিময়ে আমি নেব পাঁচ লাখ টাকা। এখন থেকে এটাই আমার রেট। আমি নতুন মানুষদের সঙ্গে দেখা করে করে আর সময় নষ্ট করে করে একেবারে ক্লান্ত। এবার যদি মনে হয় এই অর্থ আপনি দিতে পারবেন, তবেই যোগাযোগ করবেন আমার সঙ্গে। আর হ্যাঁ, গোটা টাকাটাই আগাম দিতে হবে।'