মুম্বই: শ্রীদেবী-বনি কপূরের বড় কন্যা জাহ্নবী বলিউডে পা রাখতে চলেছেন প্রযোজক-পরিচালক কর্ণ জোহরের হাত ধরেই। জাহ্নবীর বাবা বনি কপূর নিজে এখবর নিশ্চিত করে জানিয়েছেন, কর্ণ তাঁদের কাছে জাহ্নবীর জন্যে একটি ছবির বিষয় কথা বলেছিলেন। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই রুপোলি পর্দায় দেখা যাবে শ্রীদেবীর কন্যার ম্যাজিক।
তবে ঠিক কোন ছবি দিয়ে জাহ্নবী তাঁর বলিউডি সফর শুরু করবেন সেবিষয় কিছু মন্তব্য করেননি বনি কপূর। তবে কর্ণ এইমুহূর্তে মরাঠি ছবি ‘সাইরাত’-এর রিমেক নিয়ে কাজ করার কথা ভাবছেন। সূত্রের খবর, খুব সম্ভবত ‘সাইরাত’ ছবির হাত ধরেই টিনসেল টাউনে পা রাখবেন শ্রীদেবী কন্যা।
মেয়ের রুপোলি দুনিয়ায় আসার ব্যাপারে মায়ের মত, অভিনেত্রী হতে সবাই চান। কিন্তু এই কাজটি অত্যন্ত কঠিন এবং যথেষ্ট একাগ্রতার প্রয়োজন। যদি নিজের একশো শতাংশ দিতে এবং পরিশ্রম করতে তৈরি থাকেন জাহ্নবী, তাহলে তাঁর বলিউডে পদার্পন নিয়ে তেমন কোনও আপত্তি নেই মা শ্রীদেবীর।
শ্রীদেবী কন্যা জাহ্নবী বলিউডে পা রাখছেন কর্ণ জোহরের হাত ধরেই!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Nov 2016 12:53 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -