কলকাতা: নেটফ্লিক্সের ওয়েব সিরিজ স্যাকরেড গেমস-এ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধী সম্পর্কে অশ্লীল মন্তব্য। শোয়ের অভিনেতা নওয়াজউদ্দীন সিদ্দিকি এবং প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ দায়ের কংগ্রেস সমর্থকের। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ, খবর সূত্রের।
কংগ্রেস সমর্থক রাজীব সিনহা তাঁর অভিযোগে লিখেছেন, সিদ্দিকি এবং স্যাক্রেড গেমস-এর প্রযোজক পরিকল্পনা করে যৌথভাবে রাজীব গাঁধী সম্পর্কে কটূক্তি করেছেন। সেই মর্মে ওই কংগ্রেস সমর্থক কলকাতার গিরিশ পার্ক থানায় অভিযোগও দায়ের করেছেন।
অভিযোগকারী ব্যক্তি তাঁর অভিযোগপত্রের একটি করে কপি পুলিশ কমিশনার, জয়েন্ট কমিশনার (ক্রাইম) এবং সেন্ট্রাল ডিভিশনের ডেপুটি কমিশনারকে পাঠিয়েছেন। এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন, সেফ আলি খান, নওয়াজউদ্দীন সিদ্দিকি, রাধিকা আপ্তে। এখানে এক পুলিশ আধিকারিকের কথা বলা হয়েছে, যিনি মুম্বইয়ে একটি জঙ্গি হামলার ছক বানচাল করে দেন। ২০০৬ সালে বিক্রম চন্দ্রের থ্রিলার নোভেলের থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে এই ওয়েব সিরিজটি।
নেটফ্লিক্সের ওয়েব সিরিজে রাজীব গাঁধী সম্পর্কে অশ্লীল মন্তব্য, নওয়াজ সহ প্রযোজকের বিরুদ্ধে কংগ্রেসের অভিযোগ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Jul 2018 02:43 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -