নয়াদিল্লি:  চলচ্চিত্র পরিচালক মধুর ভাণ্ডারকরের আসন্ন ছবি ‘ইন্দু সরকার’-এর কড়া নিন্দায় কংগ্রেস। সূত্রের দাবি, ‘ইন্দু সরকার’ সম্পর্কে কংগ্রেসের মত, ছবির পুরো চিত্রনাট্যটাই মিথ্যে দিয়ে তৈরি।


এমনকি কংগ্রেসের তরফে এও দাবি করা হয়েছে, ছবিটি যে ব্যক্তি এবং প্রযোজনা সংস্থা তৈরি করছেন তাঁদের তাঁরা ভালভাবেই চেনেন। তাঁদের পিছন থেকে কে বা কারা ইন্ধন দিচ্ছেন সেকথাও তাঁদের জানা, দাবি কংগ্রেসের।

ভাণ্ডারকার জানিয়েছেন, এই প্রজন্মের ছেলে-মেয়েদের কাছে দেশের ইমার্জেন্সি পরিস্থিতির কথা তুলে ধরা একান্ত প্রয়োজনীয়। সেইজন্যেই তিনি এই 'ইন্দু সরকার' ছবিটি বানিয়েছেন। তবে ছবিটির পোস্টার মুক্তির পর থেকে এই নিয়ে চর্চা শুরু হয়েছে কারণ ছবির চরিত্রাভিনেতা নীল নীতীন মুকেশ এবং কীর্তির চেহারার সঙ্গে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী এবং তাঁর ছেলে সঞ্জয় গাঁধীর চেহারার এক বিশাল সাদৃশ্য পাওয়া গিয়েছে।

আগামী ২৮ জুলাই পর্দায় আসছে এই ছবি।