কলকাতা: প্লাজমা থেরাপির পর ভালো আছেন প্রবীণ অভিনেতা  সৌমিত্র চট্টোপাধ্যায়। খবর বেলভিউ হাসপাতাল সূত্রে। গতকাল রাতে মেডিক্যাল কলেজের প্লাজমা ব্যাঙ্ক থেকে প্লাজমা এনে বর্ষীয়ান অভিনেতাকে দেওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, হাসপাতাল কর্তৃপক্ষকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেডিক্যাল টিমে দুই সরকারি চিকিত্সকের অন্তর্ভূক্তি। সরকারি কোভিড হাসপাতালের দুই চিকিত্সকের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে বেলভিউয়ের চিকিত্সকদের টিম। হাসপাতাল সূত্রে খবর, প্রবীণ অভিনেতাকে রেমডিসিভির দেওয়া হচ্ছে। এই ওষুধের ৬টি ডোজ তাঁকে দেওয়া হবে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা জনিত অস্বস্তি কমেছে। তাঁর মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়েছে। অক্সিজেন সাপোর্ট সিস্টেমে থাকলেও, কমানো হয়েছে তার মাত্রা। হাসপাতাল সূত্রে খবর, ৪-৫ দিন পর ফের বর্ষীয়ান অভিনেতার করোনা পরীক্ষা করা হবে।