কলকাতা: করোনা পরিস্থিতি মোকাবিলায় তারকারা অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। কেউ অতিমারি পরিস্থিতি মোকাবিলায় আর্থিক সাহায্য করছেন, কেউ বা আবার মাস্ক-স্যানিটাইজার বিলি করছেন এলাকায়। এবার করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে হেল্পলাইন খুললেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী। করোনা আক্রান্তরা হাসপাতালে বেড না পেলে, কিংবা অক্সিজেন ও প্রয়োজনীয় ওষুধ জোগাড় করতে না পারলে এই হেল্পলাইনে ফোন করলে মিমির টিম থেকে সাহায্য করা হবে।


শুক্রবার সন্ধ্যায় এই হেল্পলাইনের উদ্বোধন করেন মিমি। তিনি বলছেন, 'এটা হল আমাদের হেল্পলাইন নম্বর। আজ থেকে শুরু করছি। অক্সিজেন, বেড বা ওষুধ, যে কোনও প্রয়োজনে ফোন করুন আমাদের। আমরা যথাসাধ্য চেষ্টা করব। আপনাদের পাশে আছি।' পাশাপাশি করোনা পরিস্থিতির মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আবেদনও জানিয়েছেন অভিনেত্রী। মিমি বলেছেন, 'সকলে মিলে লড়াই করব। ঐক্যবদ্ধ রয়েছি। সকলকে ধন্যবাদ। সব সময় মাস্ক পরুন।' মিমির অফিস থেকে জানানো হয়েছে, আপাতত যাদবপুর লোকসভা এলাকার বাসিন্দারাই এই হেল্পলাইনে ফোন করলে সাহায্য পাবেন।



করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত। উদ্বেগজনক পরিস্থিতি বাংলাতেও। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ১০০ ছুঁই ছুঁই! রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১৭ হাজার ৪১১। শুধু কলকাতাতেই একদিনে ২৮ জনের মৃত্যু হয়েছে, সংক্রমিত ৩৯২৪। উত্তর ২৪ পরগনায় একদিনে ২০ জনের মৃত্যু হয়েছে, সংক্রমিত ৩৯৩২ জন। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে ৭ জনের মৃত্যু হয়েছে, সংক্রমিত ৯৭৩ জন। হুগলিতে একদিনে ১৪ জনের মৃত্যু, সংক্রমিত ৮৮২ জন। দার্জিলিঙে একদিনে ৭ জনের মৃত্যু হয়েছে করোনায়। সংক্রমিতের সংখ্যা ৪০০।


আক্রান্তরা অনেকেই চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ উঠছে। অনেকে হাসপাতালে বেড পাচ্ছেন না। অক্সিজেনের জন্য বাংলা-সহ গোটা দেশে হাহাকার। যাদবপুর এলাকার ছবিটা বদলাতে উদ্যোগী হলেন মিমি। জীবনদায়ী অক্সিজেন বা ওষধু জোগাড় করে দেওয়ার কাজ করবে তৃণমূল কংগ্রেসের সাংসদের টিম। সাহায্যের জন্য ফোন করতে হবে হেল্পলাইনে।


গোটা দেশের পাশাপাশি বাংলাতেও ভয়ঙ্কর থেকে ভয়াবহ হয়ে উঠছে মারণ করোনা ভাইরাস। পরিস্থিতিতে লাগাম টানতে শুক্রবার সন্ধে থেকে আংশিক লকডাউনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্ন থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে সমস্ত শপিং কমপ্লেক্স, মল, সিনেমা হল, বিউটি পার্লার, স্পা, রেস্তোরাঁ, বার। বন্ধ থাকবে স্পোর্টস কমপ্লেক্স, জিম , সুইমিং পুল। সকাল-বিকেল নির্দিষ্ট সময় খোলা থাকবে বাজার।