নয়া দিল্লি : নাম একই থাকছে, বদলে যাচ্ছে ডিজাইন ল্যাঙ্গোয়েজ। নতুন লোগো নিয়ে ফিরছে কিয়া মোটরস। মে মাসের প্রথম সপ্তাহে ২০২১-এর কিয়া সনেট ও সেলটস মডেল বাজারে আনছে কোম্পানি।


বছরের শুরুতেই লোগো বদলে দিয়েছিল কোম্পানি। সঙ্গে ক্রেতাদের মন জোগাতে একটা ব্র্যান্ড নিউ স্লোগান। এবার ফেসলিফ্ট মডেলের সঙ্গে নতুন লোগো নিয়ে ফিরছে কিয়া সনেট ও সেলটস। আগামী সপ্তাহেই বাজারে আসতে চলেছে এই দুই গাড়ি। নতুন লোগোর সঙ্গে সঙ্গে কর্পোরেট নাম ও স্লোগান বদলে ফেলেছে কোম্পানি। ভারতে কিয়া মোটরসের কর্পোরেট নাম এখন 'কিয়া ইন্ডিয়া'। ব্র্যান্ড আইডেনটিটির স্লোগান Movement that inspires।


কোম্পানি জানিয়েছে, ২০২১-এর সেলটস ও সনেটের বনেট, অ্যালোয়, স্টিয়ারিং হুইলে থাকবে এই নতুন লোগো। যা রিফ্রেশমেন্ট দেবে ক্রেতাদের। দেশের গাড়ি বাজারের সাম্প্রতিক ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে, কম সময়ে বিলাসবহুল গাড়ির বাজারে নাম করেছে কিয়া ইন্ডিয়া। ২০১৯ -এর আগস্টে সেলটস দিয়ে ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করে এই গাড়ি। পরবর্তীকালে এমইউভি কিয়া কার্নিভাল ও কমপ্যাক্ট এসইউভি বাজারে আনে কোম্পানি।


রাতারাতি সেলটসের কারণে দেশে হিট কারমেকারের তকমা পায় কিয়া। কোম্পানি জানিয়েছে, কিয়ার বিক্রির ৬০ শতাংশই সেলটস, কার্নিভাল ও সনেটের টপ মডেল থেকে এসেছে। এমনকী কিছু দিনের মধ্যেই দেশের দ্রুততম গাড়ি বিক্রেতার তকমা পেয়ে গেছে কিয়া। ইতিমধ্যেই কোম্পানির আড়াই লক্ষ গাড়ি বিক্রি হয়েছে।


অটো ব্লগাররা বলছেন, দাম বেশি হলেও অনেক সময় ভারতীয় বাজারে প্রিমিয়াম গাড়ি দেয় না কোম্পানি। দেশের কার মার্কেটে সেই মিথটা ভেঙেছে কিয়া। গাড়ির সেরা ফিনিশের সঙ্গে নানা মডেলে পাওয়া যাচ্ছে প্রিমিয়াম ফিচারস। যার ফলে 'কিতনি দেতি হ্যায়' থেকে বেরিয়ে এসেছে বহু ভারতীয় ক্রেতা। মাইলেজের সঙ্গে সঙ্গে এখন গাড়ির ফিচার নিয়েও মাথা ঘামাচ্ছেন তাঁরা। যার ফলে দ্রুত ইন্ডিয়ার কার মার্কেটে সাফল্য পাচ্ছে কোম্পানি। সাব ফোর মিটার ক্যাটেগরির কিয়া সনেট ছাপ ফেলেছে ক্রেতাদের মনে। 'টাইগার নোজ গ্রিল' ও প্রিমিয়াম লুকের জন্য এমনিতেই বিক্রি বেড়েছে সেলটসের।