কলকাতা: করোনায় সদ্য মাকে হারিয়েছেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। এরপর গৌরব এবং অর্জুন চক্রবর্তীর দিদা অর্থাৎ মিঠু চক্রবর্তীর মাও প্রয়াত হলেন করোনায়। সদ্য করোনা থেকে সেরে উঠেছেন সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী মিঠু চক্রবর্তী। কিন্তু এবার করোনা আক্রান্ত হয়ে পড়েছেন খোদ গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ। সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করে গৌরব জানালেন সেই খবর।
গত সপ্তাহেই নিজের মাকে হারিয়েছেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন রিমা ঘোষ। ইনস্টাগ্রামে মায়ের মৃত্যুর খবর জানিয়েছেন অভিনেত্রী। সেইসঙ্গে লিখেছিলেন একটি মর্মস্পর্শী লেখা। পাঁচ দিন করোনার সঙ্গে লড়াই করে হার মানতে হয় ঋদ্ধিমার মাকে। সোশ্যাল মিডিয়ায় মা রিমা ঘোষের দুটি সাদা কালো দুটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী ঋদ্ধিমা। ছবির ক্যাপশানে উজাড় করে দিয়েছিলেন প্রিয়জনকে হারাবার যন্ত্রণা। ঋদ্ধিমা লিখছিলেন, 'আমি এখনও বিশ্বাস করতে পারছি না তুমি নেই। বড্ড তাড়াতাড়ি চলে গেলে তুমি..মা ..বড্ড তাড়াতাড়ি। আমার প্রতিটা নিশ্বাসে যেন তোমায় অনুভব করছি। মানে নিতে কষ্ট হচ্ছে আমায় সামলাবার জন্য তুমি আর নেই। আমি জানি না আমি বা আমাদের জীবন তোমায় ছাড়া কী করে কাটবে? তোমায় কথা দিচ্ছি, আমি চিরকাল তোমায় গর্বিত করব। আমাদের মধ্যে দিয়েই তুমি বেঁচে থাকবে। তোমার সমস্ত স্বপ্ন আমি সত্যি করব। কিন্তু তোমার মত আমাকে আর কোনোদিন কেউ ভালোবাসবে না মা। তোমায় ছাড়া আমি অসম্পূর্ণ। ভালো থেকো মা। হাসিখুশি থেকো।'
প্রিয়জনকে হারনোর ব্যথা পেয়েছেন গৌরবও। রবিবার গৌরব জানান, শনিবার সকালে গৌরব এবং অর্জুন চক্রবর্তীর দিদা অর্থাৎ মিঠু চক্রবর্তীর মা করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। নয়া দিল্লিতে থাকতেন তিনি। অন্যদিকে ঋদ্ধিমার বাবাও কোভিড সংক্রমিত। সম্প্রতি তিনি একটু একটু করে সেরে উঠছেন। কিছু দিন আগে পর্যন্তও আশঙ্কাজন অবস্থায় ছিলেন তিনি।
পোস্টের শেষে গৌরব লিখেছেন ‘যখনই ভাবলাম যে সামলে উঠেছি, তখনই জানতে পারলাম আমি আর ঋদ্ধিমা দু’জনেই করোনা পজিটিভ’। অনুরাগীদের উদ্দেশ্য় করে গৌরব লিখলেন ‘এই পোস্টটা করছি কারণ, আমি বার্তা দিতে চাই আপনারা একা নন। কঠিন এই পরিস্থিতিতে আমরা সবাই একসঙ্গে আছি’। জানালেন, তাঁদের পাশে রয়েছেন অনেক শুভাকাঙ্খীই। তাঁদের ধন্যবাদ দিয়ে গৌরবের বক্তব্য, ‘একদিন ঝড় থেমে যাবে’।