মুজফফরপুর (বিহার): ‘’লাভরাত্রি’’ ছবিকে কেন্দ্র করে আইনি বিবাদ। বলিউডের এই ছবির শিরোনাম ও বিষয়বস্তু হিন্দু ভাবাবেগকে আঘাত করেছে, এই অভিযোগের প্রেক্ষিতে সলমন খান ও ছবির কলাকুশলীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে পুলিশকে নির্দেশ স্থানীয় আদালতের। ছবিটি শীঘ্রই রিলিজ হওয়ার কথা।
সুধীর কুমার ওঝা নামে জনৈক আইনজীবীর পেশ করা অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করতে মিঠানপুরা থানাকে নির্দেশ দিয়েছেন সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শৈলেন্দ্র রাই।
ওঝার দাবি, এই ছবির নামকরণের মাধ্যমেই নবরাত্রির মতো পবিত্র পরবকে নিয়ে হাসি-ঠাট্টা করা হয়েছে। ৫ অক্টোবর ছবিটির মুক্তি পাওয়ার কথা, যা হিন্দু আবেগকে ক্ষুন্ন করতে পারে।
ওঝার অভিযোগনামায় পক্ষ করা হয়েছে সলমনকে, যিনি ছবিটির প্রোডিউসার, তার ডিরেক্টর ও কলাকুশলীদেরও। ছবিটির প্রোমো তিনি দেখেছেন এবং তাতে অনেক কদর্যতা রয়েছে বলে তাঁর দাবি।
গত সপ্তাহে ভারতীয় দণ্ডবিধির ২৯৫, ২৯৮, ১৫৩,, ১৫৩ বি, ১২০ বি ধারায় আদালতে দায়ের করা হয় অভিযোগটি। ধারাগুলি যে কোনও ধর্মকে অপমান করতে ধর্মস্থানকে অপবিত্র করা, জেনেশুনে কোনও ব্যক্তির ধর্মীয় অনুভূতিকে আঘাত করার মতো শব্দ উচ্চারণ করা, দাঙ্গা-হাঙ্গামা ছড়ানোর উদ্দেশ্যে জেনেশুনে প্ররোচনা দেওয়া, জাতীয় সংহতির পরিপন্থী কাজ করা, ফৌজদারি ষড়যন্ত্র সংক্রান্ত।
’লাভরাত্রি’: হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগে সলমন, ছবির কলাকুশলীদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ
Web Desk, ABP Ananda
Updated at:
12 Sep 2018 06:52 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -