নয়াদিল্লি: মার্কিন ডলারের তুলনায় টাকার দামের পতন এবং পেট্রোল ও ডিজেলের দাম বাড়া রোখার উপায় খোঁজার লক্ষ্যে শনিবার বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং আরও কয়েকজন মন্ত্রী থাকবেন বলে জানা গিয়েছে।


এর আগে আজ অর্থমন্ত্রক আশ্বাস দেয়, টাকার দামের যাতে অযৌক্তিক পতন না হয়, তার জন্য যা যা করণীয় সবই করছে কেন্দ্রীয় সরকার ও রিজার্ভ ব্যাঙ্ক। অর্থসচিব সুভাষচন্দ্র গর্গ ট্যুইট করে বলেন, ‘টাকার দামের যাতে অযৌক্তিক পতন না হয়, তার জন্য সবকিছু করবে সরকার ও আরবিআই। বাজারে মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়ার ফলেই টাকার দামের পতন হয়েছে। আজকের সংশোধন দেখে সেটাই মনে হচ্ছে।’



পেট্রোল ও ডিজেলের দাম যখন বেড়েই চলেছে, তখন মার্কিন ডলারের তুলনায় টাকার দামের পতন অব্যাহত। আজ সকালে মার্কিন ডলারের তুলনায় টাকার দাম হয় ৭২.৯১, যা সর্বনিম্ন। এরপর আরবিআই-এর হস্তক্ষেপের ফলে টাকার দাম ৬৯ পয়সা বাড়ে।