এর আগে আজ অর্থমন্ত্রক আশ্বাস দেয়, টাকার দামের যাতে অযৌক্তিক পতন না হয়, তার জন্য যা যা করণীয় সবই করছে কেন্দ্রীয় সরকার ও রিজার্ভ ব্যাঙ্ক। অর্থসচিব সুভাষচন্দ্র গর্গ ট্যুইট করে বলেন, ‘টাকার দামের যাতে অযৌক্তিক পতন না হয়, তার জন্য সবকিছু করবে সরকার ও আরবিআই। বাজারে মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়ার ফলেই টাকার দামের পতন হয়েছে। আজকের সংশোধন দেখে সেটাই মনে হচ্ছে।’
পেট্রোল ও ডিজেলের দাম যখন বেড়েই চলেছে, তখন মার্কিন ডলারের তুলনায় টাকার দামের পতন অব্যাহত। আজ সকালে মার্কিন ডলারের তুলনায় টাকার দাম হয় ৭২.৯১, যা সর্বনিম্ন। এরপর আরবিআই-এর হস্তক্ষেপের ফলে টাকার দাম ৬৯ পয়সা বাড়ে।