পাতিয়ালা: ২০০৩-এর একটি মানুষ পাচার মামলায় পঞ্জাবি পপ গায়ক দালের মেহন্দির জেলের সাজা আপাতত স্থগিত রাখল স্থানীয় একটি আদালত।
১৬ তারিখ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওই মামলায় দালেরকে দোষী সাব্যস্ত করে ২ বছরের কারাদণ্ড দেন। তবে জামিনও পেয়ে যান তিনি। কারাদণ্ডের বিরুদ্ধে দালের যান উচ্চতর আদালতে। সেই আবেদন গ্রহণ করে পাতিয়ালার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্ট তাঁর কারাবাস আপাতত স্থগিত রেখেছে। তবে জামিনের জন্য ৫০,০০০ টাকার বন্ড দিতে হয়েছে তাঁকে।
১৮ মে এ নিয়ে পরবর্তী শুনানি।
জনৈক বালশিস সিংহ দালের ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করেন, বেআইনিভাবে কানাডা পৌঁছে দেওয়ার জন্য তাঁরা তাঁর কাছ থেকে টাকা নিয়েছিলেন। কিন্তু প্রতিশ্রুতি রাখেননি। এমনই অভিযোগ করেন আরও কয়েকজন।
অভিযোগ ওঠে, ১৯৯৮ ও ১৯৯৯-তে দুই মেহন্দি ভাই দুটি ট্রুপ নিয়ে আমেরিকায় অনুষ্ঠান করতে যান। তখন নিজেদের লোক বলে সঙ্গে নেন ১০ জনকে, তাঁদের সেখানেই রেখে আসেন বেআইনিভাবে। এছাড়া আমেরিকার সান ফ্রান্সিসকোতেও অনুষ্ঠান করতে গিয়ে একবার ৩ তরুণীকে রেখে আসেন তিনি। ১৯৯৯-র অক্টোবরে এভাবেই নিউ জার্সিতে রেখে আসেন ৩ যুবককে।
মানুষ পাচার মামলায় দালের মেহন্দির জেলের সাজা স্থগিত রাখল আদালত
ABP Ananda, Web Desk
Updated at:
31 Mar 2018 01:11 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -