শুক্রবার ছিল শাহরুখ খানের কনিষ্ঠ পুত্র আবরামের জন্মদিন। তিন বছরে পা দিল আবরাম। রাত বারোটার সময় বাদশা সপরিবারে ছিলেন মাটি থেকে ৩০ হাজার ফুট উচ্চতায় লন্ডন থেকে ফিরতি বিমানে। এরপর মুম্বই বিমানবন্দরে নামার পরই সকলের দৃষ্টি যায় আবরামের দিকে। দেরিতে হলেও ছোট্ট আবরামকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে ব্যস্ত হয়ে পড়ে সকলে। বাবার কথা মতো বিনিময়ে সকলকে ‘থ্যাঙ্ক ইউ’ বলে আবরাম।
ছোট্ট আবরামের কীর্তি মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন শাহরুখ। কিং খান এর আগে জানিয়েছিলেন, তাঁর সন্তানরাই এখন তাঁর সবথেকে প্রিয় বন্ধু। তাদের সঙ্গে সময় কাটাতেই সবথেকে ভালো লাগে তাঁর। আইপিএল ম্যাচেও বাবার সঙ্গে নিয়মিত হাজির হয় ছোট্ট আবরাম।