দেখুন: বেন কাটিংয়ের দুরন্ত ফিল্ডিং, যা আপনাকে হতবাক করে দেবে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 May 2016 04:31 PM (IST)
নয়াদিল্লি: গুজরাত লায়ন্সকে ৪ উইকেটে হারিয়ে আইএলের ফাইনালে উঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। গুজরাত লায়ন্সের ১৬৩ রান তাড়া করতে নেমে সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার একাই করেন অপরাজিত ৯৩। তাঁর অসামান্য ব্যাটিং সানরাইজার্সের জয় নিশ্চিত করে। কিন্তু এই জয়ের পিছনে ছিল আরও কয়েকটি কারণ। সেগুলিরই মধ্যে একটি বাউন্ডারি লাইনে বেন কাটিংয়ের একটি অসাধারণ সেভ। গুজরাত লায়ন্সের ব্যাটিংয়ের ১৫তম ওভারে অ্যারন ফিঞ্চ ব্যাট চালিয়ে মিডউইকেট দিয়ে ৬ মারার চেষ্টা করেন। সে সময় কাটিং ঝাঁপিয়ে পড়ে বাঁচিয়ে দেন সেই নিশ্চিত ৬। দুর্ভাগ্য, তাঁর ছোঁড়া বলকে ক্যাচ লোফার মত সে সময় কেউ ছিল না। এবার, দেখুন সেই ভিডিও