কলকাতা: রবিবার একই মঞ্চে একসঙ্গে দেখা মিলবে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। হ্যাঁ ঠিকই ধরেছেন। বাঙালির দাদাগিরির গল্প নিয়ে সাজানো আকর্ষণীয় ক্যুইজ শো 'দাদাগিরি'র দশম সিজনের ('Dadagiri Season 10' Grand Finale) পথচলা শেষের মুখে। আগামীকাল তারই গ্র্যান্ড ফিনালে পর্ব। ঝাঁ চকচকে অনুষ্ঠানে এই প্রথমবার পারফর্ম করবেন ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর টিম। যার ঝলক এতক্ষণে সকলের দেখা হয়ে গিয়েছে।


'দাদাগিরি ১০'-এর গ্র্যান্ড ফিনালে, বসবে চাঁদের হাট


৫ মে, রবিবার, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে জি বাংলায় দেখা যাবে 'দাদাগিরি ১০'-এর গ্র্যান্ড ফিনালে অর্থাৎ অন্তিম পর্ব। 'বাঙালি লড়ে, বাঙালি গড়ে, বাঙালি আজও দাদাগিরি করে'! এই ট্যাগলাইন এতদিনে সকল বাঙালির চেনা। ক্রিকেটের মাঠের চেনা 'দাদা' এই অনুষ্ঠানের সঞ্চালনার মাধ্যমে আরও কাছের হয়েছেন বাঙালি দর্শকের। যিনি বছরের পর বছর ধরে এই অনুষ্ঠানের মাধ্যমেই প্রশ্রয় দিয়ে এসেছেন বাঙালির 'দাদাগিরি'কে। নানা প্রতিভার বাহার দেখা যায় এই অনুষ্ঠানের মঞ্চে। তাই তো বছরের পর বছর ধরে, একটানা চলে, দশম সিজন পার করে ফেলল 'দাদাগিরি', সাফল্যের সঙ্গে। 


এই প্রথমবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনুষ্ঠানে নৃত্যপরিবেশনা করবেন তাঁর স্ত্রী, জনপ্রিয় শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। 'দাদাগিরি'র মঞ্চে পারফর্ম করে নিজের উচ্ছ্বাস জানান ডোনা। তিনি বলেন, 'দাদাগিরির গ্র্যান্ড ফিনালেতে এসে খুবই ভাল লাগছে। এটা আমাদের প্রথমবার, দাদাগিরিতে নাচের। আশা করছি আপনাদের এই পারফর্ম্যান্স খুবই ভাল লাগবে। ৫ মে গ্র্যান্ড ফিনালে, সকলে অবশ্যই দেখবেন, সন্ধ্যা সাড়ে ৭টায়।' অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জি ফাইভের 'পাশবালিশ' সিরিজের কাস্ট সৌরভ দাস, ইশা সাহা ও সুহোত্র। এছাড়া 'দাদাগিরি ১০'-এর গ্র্যান্ড ফিনালেতে পারফর্ম করবেন ভারতখ্যাত গায়ক সুখবিন্দর সিংহ এবং অনেকে। জি বাংলা 'সা রে গা মা পা' খ্যাত একাধিক সঙ্গীতশিল্পীর পারফর্ম্যান্সও কাড়বে নজর। 


 






আরও পড়ুন: Parineeti Chopra: 'আমার আসল ডেবিউ', দূরদর্শনে গান গাইছেন 'কিশোরী' পরিণীতি, পুরনো ভিডিওয় মনজয় অনুরাগীদের


গোটা সিজন ধরে ভাল পারফর্ম করে সবচেয়ে বেশি নম্বর পাওয়া প্রথম ৬ জেলাকে নিয়ে খেলা হবে ফাইনাল পর্ব। কোন জেলা জেতে সেরার শিরোপা, কোন জেলার 'দাদাগিরি' টিকে যাবে শেষ পর্যন্ত, জানা যাবে আগামীকাল, ৫ মে, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।