কলকাতা: 'দাদাগিরি' (Dadagiri)-র মঞ্চ যেন নতুন নতুন গল্প তৈরি হওয়ার আসর। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ব্যক্তিজীবনে কেমন, তা জানতে চাইবে না এমন বাঙালি মেলা ভার। এই মঞ্চে যেমন রিয়্যালিটি শো-তে অংশ নিতে এসেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন তারকারা, তেমনই বারে বারেই এসেছেন 'দাদা' অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারের সদস্যরাও। এই মঞ্চে প্রতিযোগী হয়ে খেলতে এসেছেন সৌরভ-পত্নী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)-ও। তবে, 'দাদা'-র পরিবারের কোনও খুদে কখনও সদস্য হয়ে আসেনি 'দাদাগিরি'-র মঞ্চে। কথায় বলে, ছোটরা নাকি সব সত্যি বলে দেয়? সৌরভের পরিবারের এমনই এক খুদে এসে যদি ফাঁস করে দেয় দাদার নামে সত্যিটা?


সদ্য জি বাংলার তরফ থেকে প্রকাশ্যে আনা হয়েছে 'দাদাগিরি'-র নতুন একটি প্রোমো। আর সেখানেই হাজির, আরান্যভ। সম্পর্কে সৌরভ গঙ্গোপাধ্যায় এই খুদের জেঠু। আরান্যভের ঠিকানা বীরেন রায় রোড। যে ঠিকানা চেনা অধিকাংশ বাঙালির কাছেই। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঠিকানা বলে। যে প্রোমো প্রকাশ্যে এসেছে, তাতে এক লাল হুডি পরা খুদেকে দাদা প্রশ্ন করছেন, 'তুই কোথায় থাকিস?' হাসিমুখে সেই খুদের উত্তর, 'বেহালা, তোমার বাড়ি'


এরপরে, মঞ্চে উপস্থিত আরেক খুদে প্রশ্ন করে বসে, 'ও কি সত্যিই আপনার বাড়িতে থাকে?' পরিস্থিতি খোলসা করে সৌরভ বলেন, 'আসলে আমি ওর জেঠু হই'। এরপরে ওই খুদে অভিযোগ করে বলে, 'তুমি কিন্তু আমায় খাওয়াওনি?' পাল্টা প্রশ্ন করেন সৌরভ, 'কেন খাওয়াইনি বলতো'? আরণ্যভ বলে, 'ব্যস্ত ছিলে'। সৌরভ হাসতে হাসতে বলেন, 'আসলে ভদ্র তাই বলল ব্যস্ত ছিলে। আমি তো ভাবলাম বলবে দাদা কিপটে'। সপ্রতিভ আরণ্যভের ঠোঁটকাটা জবাব, 'হ্যাঁ.. কিপটেও'। দর্শকাসন ফেটে পড়ল হাসিতে। হালকা হাসি বাইশ গজের এক যাদুকরের মুখেও। আরও একবার যেন মন কাড়ল সৌরভের সাবলীল সঞ্চালনা।


 






আরও পড়ুন: Varun-Janhvi New Movie: ফের জাহ্নবী-বরুণ জুটি, শশাঙ্ক খৈতানের পরিচালনায় আসছে প্রেমকাহিনি, ঘোষণা হল নাম


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।