কলকাতা: সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন টেলি অভিনেত্রী দলজিৎ কৌর (Dalljiet Kaur)। তিনি স্বপ্ন দেখার সাহস করেছিলেন, আর সেই স্বপ্নপূরণেরও। প্রথম বিয়ের তিক্ত অভিজ্ঞতা থেকে বেরিয়ে এসে দলজিৎ বিয়ে করেছেন প্রবাসী ভারতীয় নিখিল পটেলের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করে নিয়েছেন সেই ছবি। আর এবার, দ্বিতীয় বিয়ে নিয়ে মনের কথা লিখলেন অভিনেত্রী। 


সদ্য সোশ্যাল মিডিয়ায় নিখিলের সঙ্গে একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন তিনি। সেই ভিডিও আবহে বলা আছে, 'আশা.. কথায় আছে, আশা কখনও ছেড়ো না, স্বপ্ন দেখা ছেড়ো না। জীবনে যদি কোনও মানুষ বা কোনও কাজকে পাওয়ার আশা থাকে, হাজার প্রতিকূল পরিস্থিতিতেও সেই আশা ছেড়ে দিও না।'                                                                                                                       


এই ভিডিও শেয়ার করে দলজিৎ লিখছেন, 'উমিদ.. মানে আশা। যদি স্বপ্ন দেখার সাহস করে ফেলেন, তাহলে আপনার মধ্যে স্বপ্নপূরণের সাহসও রয়েছে। যখন জীবন তোমার ব্যক্তিত্বকে খুব ছোট করে দেখায়, সমাজের সবাই তোমায় প্রচুর নেতিবাচক কারণ দেখায় কেন এই পদক্ষেপ নেওয়া তোমার উচিত হয়নি, ঠিক সেই সেই কারণেই তোমার এই পদক্ষেপ নেওয়া উচিত ছিল।'       


আরও পড়ুন: Dalljiet Kaur: ভালবেসে দগ্ধে মরা নয়, নিজের শর্তে বাঁচাই জীবন, প্রমাণ দিলেন অভিনেত্রী


দলজিৎ আরও লেখেন, 'নিজের জীবনের গল্পটা অন্য কাউকে লিখতে দিও না। জীবনটা তোমার আর তাই জীবনটাকে সুন্দর করার জন্য যা যা প্রয়োজন তুমি তাই করবে। তোমার সন্তান, পরিবার, বন্ধুদের বোঝাও, খুশি প্রাচীন, বদ্ধমূল চিন্তাধারা থেকে আসে না। খুশি আসে তোমার আশেপাশে থাকা মানুষের ব্যবহারে। যাঁদের জীবনে বিচ্ছেদ এসেছে, তাঁদের বলব, কখনও হতাশ হয়ো না। জীবনসঙ্গীকে আহবান করার জন্য মনের দরজাটা খুলে রাখো। এমন মানুষকে জীবনে আসতে দাও যার সঙ্গে সুখে জীবনকে কাটাতে পারবে। হয়তো এখনও তোমার সেই মানুষটির সঙ্গে দেখাই হয়নি। যদি মনে হয় জীবনে সবচেয়ে খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়েও গিয়েছো, তবু হাল ছেড়ো না। ভয়কে কখনও ভবিষ্যৎটা লিখতে দিও না।'