মুম্বই: অভিনয় জগতে পা রেখেই সাড়া ফেলে দিয়েছিলেন। সব ছেড়ে অন্তরালে যাওয়া ঘিরেও বিস্তর জলঘোলা হয়। ‘দঙ্গল’ খ্যাত একদা অভিনেত্রী জায়রা ওয়াসিম ফের খবরের শিরোনামে উঠে এলেন। এবার চর্চায় তাঁর ব্যক্তিগত জীবন। কারণ ২৪ বছর বয়সি জায়রা বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলে খবর। (Zaira Wasim)
ইনস্টাগ্রামে জায়রার পোস্ট দেখেই তাঁর বিবাহের খবর পেয়েছেন অনুরাগীরা। ইনস্টাগ্রামে দু’টি ছবি পোস্ট করেছেন জায়রা। একটি ছবি বিবাহের আইন নথিতে স্বাক্ষর করার। হাতের গাঢ় মেহেন্দি, আংটি চোখে পড়ছে তাতে। অন্য ছবিটি চাঁদ দেখার, যেখানে লাল ওড়নায় মাথা ঢাকা রয়েছে কনে। ক্রিম রংয়ের শেরওয়ানি-শাল গায়ে পাশে এক পুরুষ। (Bollywood News)
ছবি দু’টি পোস্ট করে বিশেষ কিছু লেখেননি জায়রা। সংক্ষিপ্ত ক্যাপশনে শুধু লেখেন, ‘কবুল হ্যায় x3’. ইসলামে জীবনসঙ্গীকে গ্রহণ করার মুহূর্তে তিন বার ‘কবুল হ্যায়’ বলতে হয়, সেই নিরিখেই। ওই ছবি সামনে আসতেই জায়রাকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন তাঁর অনুরাগীরা। একজন লেখেন, ‘আল্লাহ্-র জন্য সব কিছু ত্যাগ করতে শক্তি লাগে। আপনি খুব সুন্দর ভাবে তা করে দেখিয়েছেন। আপনি আমাকে অনুপ্রেরণা জোগান। জীবনের নতুন অধ্যায়ে শান্তি পান আপনি, সব মনোকামনা পূর্ণ হোক’।
জায়রা জীবনসঙ্গী হিসেবে কাকে বেছে নিয়েছেন, তা যদিও স্পষ্ট নয়। তবে অনুরাগীরা শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন জায়রাকে। যদিও ২৪ বছর বয়সে বিয়ের কী তাড়া ছিল, সেই প্রশ্নও তুলেছেন কেউ কেউ। তবে জায়রা বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি।
২০১৬ সালে আমির খানের সঙ্গে ‘দঙ্গল’ ছবিতে অভিনয় করে বলিউডে সাড়া ফেলে দেন জায়রা। ছোট্ট বয়সে তাঁর অভিনয় ক্ষমতা দেখে চমকে যান সকলেই। এর পরও ‘সিক্রেট সুপারস্টার’, ‘দ্য স্কাই ইজ পিঙ্কে’র মতো ছবিতে জায়রার অভিনয় প্রশংসিত হয়। কিন্তু ২০১৯ সালে সকলকে অবাক করে অভিনয় থেকে সরে দাঁড়ান জায়রা।
মাত্র ১৮ বছর বয়সেই অভিনয় জীবন থেকে অবসর নেন জায়রা। কেন এমন সিদ্ধান্ত তা খোলসা করে লেখেন, ‘এই পেশা আমাকে অনেক ভালবাসা দিয়েছে। মানুষের কাছ থেকে সমর্থন, প্রশংসা পেয়েছি। কিন্তু এই পেশা আমাকে অজ্ঞতার দিকেও ঠেলে দিয়েছে। না বুঝেই ইমান থেকে সরে এসেছি আমি’। অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্তের সঙ্গে তাঁর ধর্মবিশ্বাসের সংঘাত বাধছিল বলেও সেই সময় জানান জায়রা।