ডাল লেকের কাছে গাড়ি দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেল ‘দঙ্গল’ খ্যাত জায়রা
ABP Ananda, web desk | 10 Jun 2017 04:10 PM (IST)
শ্রীনগর: গাড়ি দুর্ঘটনায় কোনওরকমে রক্ষা পেলেন ‘দঙ্গল’-এর অভিনেত্রী জায়রা ওয়াসিম। কাশ্মীরের ডাল লেকের কাছে অক্ষত অবস্থায় উদ্ধার করা হল ১৬ বছরের জায়রাকে। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, গতকাল রাতে বন্ধুর সঙ্গে গাড়িতে যাচ্ছিল জায়রা। সেই সময়ই ডাল লেকের ধারে বুলেভার্ড রোডে দুর্ঘটনাগ্রস্ত হয় গাড়িটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অত্যন্ত দ্রুতগতিতে চলছিল গাড়িটি। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ফুটপাতে উঠে পড়ে এবং লেকের ধারের রেলিংয়ে ধাক্কা মারে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় কেউ জখম হয়নি। কোনও ক্ষয়ক্ষতিও হয়নি। এই ঘটনায় কোনও মামলাও দায়ের করা হয়নি। জানা গেছে, গাড়িটি স্থানীয় এক রাজনৈতিক নেতার। উল্লেখ্য, ‘দঙ্গল’-এ কুস্তিহীর গীতা ফোগতের শৈশবের ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছে জায়রা।