নয়াদিল্লি: বাবা হতে চলেছেন পর্দার 'হ্যার পটার' (Harry Potter)। প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন হলিউড অভিনেতা ড্যানিয়েল র‍্যাডক্লিফ (Daniel Radcliffe)। তাঁর সঙ্গী এরিন ডার্ক (Erin Darke) অন্তঃসত্ত্বা। নিউ ইয়র্কে সম্প্রতি এই জুটি হাঁটতে বেরিয়েছিলেন। তখনই বেবি বাম্প (Baby Bump) সমেত এরিনকে দেখে ক্যামেরাবন্দি করেন পাপারাৎজিরা। 


প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন ড্যানিয়েল - এরিন


নিউ ইয়র্কের রাস্তার হাঁটতে বেরিয়েছিলেন ড্যানিয়েল র‍্যাডক্লিফ ও এরিন ডার্ক। তখনই দেখা যায় এরিনের বেবি বাম্প। ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল। অভিনেতার অনুরাগীদের শুভেচ্ছাবার্তা ও উচ্ছ্বাসে ভাসে নেটদুনিয়া। কেউ লেখেন, 'OMG!! বাঃ!! আমি কী প্রচণ্ড উত্তেজিত ও ওঁদের জন্য আনন্দিত!!! দুর্দান্ত অভিভাবক হয়ে উঠবেন ওঁরা।' অপর একজন লেখেন, 'হ্যারি পটারের ছেলে বা মেয়ে আসতে চলেছে। শুভেচ্ছা।' অপর একজন লেখেন, 'কী সুন্দর হতে চলেছে ওঁদের সন্তান চিন্তা কর।' আরেক অনুরাগী লেখেন, 'কল্পনা করুন কেউ বলছে, 'আমার বাবা হলেন ড্যানিয়েল র‍্যাডক্লিফ'।'


ড্যানিয়েল র‍্যাডক্লিফের বয়স এখন ৩৩, তাঁর প্রেমিকা এরিন ডার্কের বয়স ৩৮। প্রায় বছর দশেক ধরে তাঁরা একসঙ্গে রয়েছেন। ২০১৩ সালে প্রথম 'কিল ইওর ডার্লিংস' ছবিতে একসঙ্গে কাজ করার পর তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যায়।


 






প্রসঙ্গত ২০২০ সালে ড্যানিয়েল তাঁর 'হ্যারি পটার'-এর সহ অভিনেতা রুপার্ট গ্রিন্টের বাবা হওয়ার প্রসঙ্গেও প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, 'আমি পরের দিন ওঁকে টেক্সট করি। আমি প্রচণ্ড খুশি হয়েছি। খুবই দুর্দান্ত ব্যাপার। আর একইসঙ্গে এটা ভেবেও খুব আজব লাগছে যে আমাদের বয়স এমন হয়ে গেছে যে এবার আমাদেরও সন্তান হতে পারে, কিন্তু হ্যাঁ সেই বয়সে পৌঁছে তো গেছি বটে।' 


আরও পড়ুন: Akanksha Dubey Suicide: ভোজপুরি অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের রহস্যমৃত্যু, হোটেলের ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ


ড্যানিয়েলকে শেষ 'উইয়ার্ড: দ্য অল ইয়াঙ্কোভিচ স্টোরি' ছবিতে দেখা গিয়েছিল। বায়োপিকে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি এক সাক্ষাৎকারে একবার জানান যে নিজের সন্তানদের জন্য খ্যাতি চান না তিনি। ড্যানিয়েলের ইচ্ছে ফিল্ম সেটের অন্যান্য কাজে উৎসাহ খুঁজে নেবে তাঁর সন্তানেরা। তাঁর কথায়, 'ফিল্ম সেট দুর্দান্ত জায়গা। আমি তো মনে করি অনেকে এটা অনেকসময় বাচ্চাদের জন্য ভাল স্থান। কিন্তু এর খ্যাতির দিকই সকলের আগে এড়িয়ে চলা উচিত।'