কলকাতা: 'আমরা কেউ ব্যোমকেশ, ফেলুদা বা কিরীটি রায় নই। কিন্তু যেহেতু বাইরের নেমপ্লেটে ডিটেকটিভ শব্দটা লেখা রয়েছে, ওইজন্যই সেই সত্যের সন্ধান করতে হবে সুব্রত..' ট্রেলার শুরু হচ্ছে অঞ্জন দত্তের গলায় এই কয়েকটা কথা দিয়েই। মুক্তি পেল অঞ্জন দত্ত পরিচালিত ওয়েব সিরিজ 'ড্যানি ডিটেকটিভ আইএনসি'-এর ট্রেলার।


গত ১ অক্টোবর নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সিরিজের অফিসিয়াল পোস্টার শেয়ার করে সিরিজ মুক্তির ঘোষণা করেছে ডিজিট্যাল স্ট্রিমিং সংস্থা 'ক্লিক' (Klikk)। বেশ কয়েক বছর ধরে ব্যোমকেশ বক্সীর সঙ্গে রহস্যের জাল গুটিয়ে এবার নিজস্ব গোয়েন্দার সঙ্গে অনলাইনে যাত্রা শুরু করছেন পরিচালক অঞ্জন দত্ত। অবশ্য এর আগেই 'হইচই' -এর 'মার্ডার ইন দ্য হিলস' -এর হাত ধরে ওয়েব সিরিজ পরিচালনায় পা রেখেছিলেন অঞ্জন দত্ত। এটিই ওয়েব দুনিয়ায় তাঁর মুক্তি পাওয়া প্রথম কাজ।


এই গোয়েন্দা চরিত্রটির স্রষ্টা অঞ্জন দত্ত নিজেই। চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তুলতে দেখা যাবে অভিনেতা সুপ্রভাত দাসকে (Suprobhat Das)। গোয়েন্দা চরিত্রটির নাম সুব্রত শর্মা। সিরিজে অভিনয়ে করবেন অঞ্জন দত্ত নিজেও। 'ডিটেকটিভ ড্যানি আইএনসি'-এর সঙ্গীত পরিচালনা করেছেন নীল দত্ত (Neel Dutt)। তিনিও নিজের সোশ্যাল মিডিয়ায় সিরিজ মুক্তির কথা ঘোষণা করে পোস্ট করেছেন।


সম্প্রতি অপর একটি ওটিটি প্ল্যাটফর্মে (হইচই) মুক্তি পেয়েছে পরিচালক অঞ্জন দত্তের আরও একটি ওয়েব সিরিজ 'মার্ডার ইন দ্য হিলস'। বিশাল স্টারকাস্ট নিয়ে তৈরি সিরিজটি ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে। দর্শকেরা বেশ পছন্দ করেছেন এই সিরিজটি। এবার নিজের সৃষ্টি করা গোয়েন্দাকে নিয়ে হাজির হতে চলেছেন তিনি। ফলে অনুরাগীরাও বেশ আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন। 


উল্লেখ্য 'মার্ডার ইন দ্য হিলস' -এও দেখা গিয়েছিল অভিনেতা সুপ্রভাত দাসকে। সেইসঙ্গে এই সিরিজে অভিনয় করেছিলেন অর্জুন চক্রবর্তী, সন্দীপ্তা সেন, অনিন্দিতা, সৌরভ ও অন্যান্যরা। এখানেও সঙ্গীতের দায়িত্ব পালন করেছেন নীল দত্ত। গল্পের প্রেক্ষাপট ছিল দার্জিলিং-এ। শ্যুটিং ও হয়েছে সেখানেই।