কলকাতা : হাতে-হাত রেখে একসঙ্গে পা নতুন জীবনে। বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অভিনেতা সৌরভ দাস (Sourav Das) ও অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। দুই পরিবারের লোকজন, বিনোদন জগতের বন্ধুবান্ধব থেকে নামজাদা সেলিব্রিটিরা হাজির হয়েছিলেন নবদম্পতির সাতপাকে বাঁধা পড়ার অনুষ্ঠানের সাক্ষী হতে। বিয়ের বিভিন্ন ছবি একে একে ছড়িয়ে পড়তে শুরু করেছে সোশালে।
সোনা-রুপোর কাজ করা লাল বেনারসি ও সাবেকি গয়নায় সেজেছিলেন দর্শনা। সৌরভের পরনে ছিল সাদা ধুতি-পাঞ্জাবি। সঙ্গে মেরুন শাল। মধ্য কলকাতার এক ব্যাঙ্কোয়েটে বসেছিল বিয়ের আসর। বিয়ের অনুষ্ঠানে নব দম্পতিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন টালিগঞ্জের বহু তারকা। সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly) হাজির হয়েছিলেন বিয়ের অনুষ্ঠানে। শুক্রবার সকালে দর্শনা-সৌরভের গায়ে হলুদের ছবিও ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়। সন্ধে গড়াতেই দর্শনার সিঁথিতে সৌরভের সিঁদুর পরিয়ে দেওয়ার ছবিগুলিতেও তুমুল ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগীরা।
দর্শনা-সৌরভের কাছের লোকজন জানাচ্ছেন, বছরখানেক ওপর প্রেম করছিলেন টলিউডের দুই তারকা। অবশ্য প্রকাশ্যে কেউই কখনও সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তাঁরা যখন সম্পর্কের কথা সরকারিভাবে জানান, তখন একেবারে ছাতনাতলায় যাওয়ার ঘোষণার মাধ্যমেই হয়েছিল তাতে সিলমোহরও দেন তাঁরা। কাছের বন্ধুদের থেকে আইবুড়ো ভাত খাওয়ার পর্ব সেরে এবার সাতপাকের বন্ধনে দর্শনা-সৌরভ।
এদিকে, বিয়ের ভুরিভোজে ছিল রাধাবল্লভী, ছোলার ডাল, বাসন্তী পোলাও, ফিশফ্রাই, মটন কষা, ভেটকি পাতুরি থেকে নতুন গুড়ের রসগোল্লা, ক্ষীরের পাটিসাপটা সহ নানা পদের আয়োজন। পেট পুরে খাওয়া থেকে প্রেমের সফল পরিণতি নিয়ে নানা আড্ডা, হাসি-মজা-আনন্দে শীতের সন্ধেয় ছিল উষ্ণ এক আবহ। সামনাসামনি শুভেচ্ছা জানানোর পালা যেমন রয়েছে, তেমনই সোশাল মিডিয়াতেও নবদম্পতির জন্য নেমেছে শুভেচ্ছা-অভিনন্দনের ঢল।
প্রসঙ্গত, শীতের শুরু থেকেই বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে টলিপাড়াতেও। ইতিমধ্যেই চার হাত এক হয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর। তারপরেই বিবাহিতদের তালিকায় ঢুকেছিলেম সন্দীপ্তা সেন ও সৌম্য মুখোপাধ্যায়। আর পাঁচ দিনের মাথায় 'ওয়েডিং' ক্লাবে প্রবেশ করলেন অভিনেতা সৌরভ দাস ও অভিনেত্রী দর্শনা বণিক।
আরও পড়ুন- নতুন বিয়ে, সংসার.... কীভাবে সময় কাটছে সন্দীপ্তার?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে