কলকাতা: এবার নতুন জুটি। নতুন প্রেমের গল্প। নতুন সিরিজে জুটি বাঁধছেন অর্জুন চক্রবর্তী (Arjun Chakrabarty) ও দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy)। আড্ডাটাইমস-এ আসছে নতুন ওয়েব সিরিজ, 'তোমাকে বুঝিনা প্রিয়'। ইতিমধ্যেই সিরিজের কাজ শেষ হয়ে গিয়েছে। প্রকাশ্যে এসেছে এই সিরিজের গানও। আগামী ১৫ অগাস্ট থেকে আড্ডাটাইমস-এর ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে নতুন ওয়েব সিরিজ, 'তোমাকে বুঝিনা প্রিয়'।
এই গল্পে দেবচন্দ্রিমার চরিত্রের নাম ঝিনুক ঘোষ। বাবার অসুখের জন্য খুব সমস্যায় রয়েছেন তিনি। বাবার চিকিৎসা করার জন্য একটি বড় অঙ্কের টাকা লোন নেয় ঝিনুক। কিন্তু সেই লোন সে সঠিক সময়ে শোধ করতে পারে না। আর এই গল্পের নায়ক হল রিক। এই চরিত্রে অভিনয় করছেন অর্জুন। তিনি একজন লোক রিকভারি এজেন্ট, অর্থাৎ যাঁরা লোন আদায় করেন। কাজের জন্যই ঝিনুকের বাড়িতে এসে পৌঁছন রিক। তাঁর থেকে টাকা আদায় করার জন্য। কিন্তু ঝিনুকের বাবার অবস্থা নিজের চোখে দেখে গোটা পরিস্থিতি বুঝতে পারেন রিক। তবুও তো কাজ.. ঝিনুকের থেকে টাকা ফেরত চান রিক। ঝিনুক তাঁকে বোঝান যে এখন টাকা ফেরত দেওয়ার মতো পরিস্থিতি নেই তাঁর। কিন্তু রিক নাছোড়বান্দা। টাকা নিয়েই তিনি ফিরবেন। এই পরিস্থিতিতে প্রচন্ড ঝগড়া হয় রিক আর ঝিনুকের মধ্যে। অবশেষে রিক যখন বুঝতে পারেন যে ঝিনুক টাকা দিতে পারবেন না, তখন রিক ঝিনুকের স্কুটিটাই নিয়ে চলে যান।
ঝিনুক অনেকবার আবেদন করে স্কুটিটা না নিয়ে যাওয়ার জন্য। কারণ বাবার সেবা করার জন্য, বিভিন্ন কাজে স্কুটিটা ঝিনুকের খুব প্রয়োজন। কিন্তু সেই কথা শোনেন না রিক। স্কুটি নিয়ে চলে যান। এরপরেই অবস্থা খারাপ হয় অসুস্থ ব্যক্তির, মারা যান ঝিনুকের বাবা। ঝিনুকের বাবা মারা যাওয়ার খবর পেয়ে রিকের অনুতাপ হয়। রিক তখন ঠিক করেন, ঝিনুককে সাহায্য করবেন। রিক ঝিনুকের কাছে ক্ষমা চেয়ে নেন এবং কথা দেন, ঝিনুককে সাহায্য করবেন। কালক্রমে, প্রেমে পড়েন রিক আর ঝিনুক। কী হবে তারপরে? সেই গল্পই শোনাবে নতুন সিরিজ, 'তোমাকে বুঝিনা প্রিয়। সিরিজের পরিচালনায় অরিজিৎ তোতোন চক্রবর্তী ( Arijeet Toton Chakraborty)।