কলকাতা: এবার একসঙ্গে এক ছবিতে দেখা যাবে দীপাংশু আচার্য (Deepanshu Acharya), সায়ন ঘোষ (Sayan Ghosh) ও অনুরাধা মুখোপাধ্যায়কে (Anuradha Mukherjee)। ছবির নাম 'পিস রেট' (Peace Rate)। মুক্তির অপেক্ষায় এই ছবি। প্রকাশ্যে এল চরিত্রদের প্রথম লুক (Characters First Look Out)।
এক ছবিতে দীপাংশু-সায়ন-অনুরাধা, আসছে 'পিস রেট'
এবার একসঙ্গে নতুন ছবিতে দেখা যাবে অভিনেতা দীপাংশু আচার্য, সায়ন ঘোষ ও অনুরাধা মুখোপাধ্যায়কে। মুক্তি পেল ছবির অফিসিয়াল পোস্টার ও চরিত্রদের প্রথম লুক। ছবির নাম 'পিস রেট'। এই ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন ইউটিউবর রূপম দত্ত। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সোমতীর্থ গঙ্গোপাধ্যায়, রাশেদ রহমানকে।
আদিম অকৃত্রিম বিস্ময়কর এই জগৎ প্রতিনিয়ত আমাদের নিজেদের অস্তিত্বকে মাঝেমাঝেই অনেক কঠিন প্রশ্নের সামনে দাঁড় করায়। 'শান্তি'র আক্ষরিক সংজ্ঞা এবং তাকে আজীবন খুঁজে চলার চেষ্টায় সারা জগৎ নিমজ্জিত। শান্তি পাওয়া কি সত্যিই সম্ভব? অমৃত গিরি সাইকোলজিতে পি এইচ ডি করছেন। তার বিষয় হচ্ছে শান্তি। শান্তি কয় প্রকার, কীসে হয় এবং জীবনের সেই সব অভিজ্ঞতা যার অপর প্রান্তে দাঁড়িয়ে আছে এক ফোঁটা শান্তি, তারই নিরলস বিশ্লেষণে ও খোঁজে নেমে পড়ে অমৃত।
কিন্তু একের পর এক অভিজ্ঞতা অমৃতকে যেন আরও বেশি বিভ্রান্ত করে তোলে। শান্তি খোঁজার নেশায় অশান্তির ঠিকানায় প্রবেশ করে অমৃত। বাজারে শান্তি বিক্রি হচ্ছে আর শেয়ার বাজারের মতোই তার শর্ত নিয়ে প্রতিনিয়ত দানা বাঁধছে কাঁড়ি কাঁড়ি অশান্তি। এই অশান্তির ঠিকানায় প্রায় হারিয়ে গিয়ে এক আজব সংগঠনের খোঁজ পায় অমৃত। যার নাম 'পিস রেট অ্যান্ড কোম্পানি'।
আরও পড়ুন: Jab We Met 2: আসছে 'যব উই মেট ২'? অবশেষে মুখ খুললেন পরিচালক ইমতিয়াজ আলি
তারা কি আদৌ পারবে অমৃতকে সঠিক শান্তির রাস্তার খোঁজ দিতে? এই সবকিছু নিয়েই ছবি 'পিস রেট'। ছবির আবহ সঙ্গীতের দায়িত্ব সামলেছেন অমিত চট্টোপাধ্যায়, সিনেমাটোগ্রাফি করেছেন এমএক্স পারাজ, ছবির এডিটিং করেছেন অভিষেক মণ্ডল। ছবিটি মুক্তি পাবে 'ওয়াটারফল মাল্টিমিডিয়া প্রোডাকশন'-এর ব্যানারে প্রযোজক রূপম দত্ত ও শামীম হাসানের প্রযোজনায়। ছবিটি মুক্তি পাবে ১৪ ফেব্রুয়ারি 'রূপমস রিভিউ' ইউটিউব চ্যানেলে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial