দেখুন: অসুস্থ, গলা ভেঙে গিয়েছে, তবুও একটি অনুষ্ঠানে সবার মন কাড়লেন দীপিকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Sep 2016 03:38 PM (IST)
মুম্বই: বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী তাঁকে বললে হয়ত অত্যুক্তি হয় না। সৌন্দর্য্য, অভিনয় প্রতিভা দিয়ে মুগ্ধ করেছেন দর্শকদের। একজন সুপার মডেল, দুরন্ত অভিনেত্রী হিসেবে তিনি লক্ষ লক্ষ অনুরাগীর কাছে অনুপ্রেরণা দীপিকা। নিজের কর্তব্য সম্পর্কেও দারুন সচেতন দীপিকা। সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে শাহরুখ খান, অভিষেক বচ্চন এবং সুন্দর পিচাইয়ের সঙ্গে উপস্থিত হয়েছিলেন বলিউড ডিভা। অসুস্থতা স্বত্ত্বেও দীপিকা আসেন সাংবাদিক বৈঠকে। গলা ভেঙে যাওযায় কথা বলতে অসুবিধা হচ্ছিল তাঁর। কিন্তু তারই মধ্যে শাহরুখ, অভিষেক, সুন্দর পিচাইদের সঙ্গে হাসি-ঠাট্টায় মেতে সবার মন জয় করে নিলেন তিনি। দেখুন সেই ভিডিও-