কলকাতা: মেয়েই এখন তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। মেয়ের জন্য কেরিয়ারের থেকে একটা লম্বা ছুটি নিয়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। মেয়ে জন্মের প্রায় ১ বছর পূর্ণ হতে চলল, তবে এখনও কাজে ফেরেননি দীপিকা। তবে সামনেই তাঁর সিনেমার শ্যুটিং শুরু হওয়ার কথা। তবে এখনও পর্যন্ত বাড়িতেই মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন নায়িকা। এর মধ্যে কিছু কিছু ফটোশ্যুট ও বিজ্ঞাপনীর কাজ করলেও, দীপিকাকে সম্পূর্ণ সিনেমার শ্যুটিংয়ে পাওয়া যায়নি। বাইরে যাওয়ার সময় ও মেয়েকে কাছ ছাড়া করেননি দীপিকা। তবে এবার, মেয়েকে সঙ্গে নিয়ে সেই বাইরে যাওয়ার সময়েই প্রকাশ্যে চলে এল দীপিকা আর রণবীর সিংহ (Ranveer Singh) কন্যার মুখ!
সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দীপিকার কোলে বসে থাকতে দেখা যাচ্ছে ছোট্ট দুয়া-কে। সেখানে স্পষ্টই বোঝা যাচ্ছে তাঁর মুখ। তবে দুয়ার ভিডিও করা হচ্ছে বুঝতে পেরেই দীপিকা ও তাঁর সহকারীরা সেই ব্যক্তিকে ভিডিও তুলতে বারণ করেন। তবে সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বর্তমান রীতি অনুযায়ী, দীপিকা ও রণবীর তাঁদের মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি। মেয়ের নাম জানানোর সময় তাঁরা কেবল মেয়ের ছোট্ট দুটি পায়ের ছবি দিয়েছিলেন। কিন্তু মেয়ের মুখ এখনই প্রকাশ্যে আনতে চান না দীপিকা ও রণবীর। তারপরে, এত সাবধানতা অবলম্বন করেও প্রকাশ্যে চলে এল দীপিকা কন্যার মুখ।
এই ভিডিও নিয়ে অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকে যেমন এই ভিডিও আপলোড করে দেওয়া একেবারেই পরিপন্থী। তাঁরা জানিয়েছেন, এই বিষয়ে মা বাবার সিদ্ধান্তকে সম্মান করা উচিত। মা বাবা যখন মেয়ের মুখ দেখাতে চান না, তখন কেন দুয়ার ভিডিও এইভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হল? প্রসঙ্গত, এভাবেই একবার খেলা দেখতে গিয়ে, ক্রিকেট মাঠে প্রকাশ্যে আসে অনুষ্কা শর্মা ও বিরাট কোহলির কন্যা ভামিকার প্রথম ছবি। সেই সময় ও তোলপাড় হয়েছিল। আর এবার প্রকাশ্যে চলে এল দুয়ার ভিডিও। তবে অনুরাগীদের একাংশ বলছেন, দুয়াকে নাকি অবিকল রণবীর সিংহের মতো দেখতে হয়েছে।
তবে এখনও দীপিকা বা রণবীরের তরফ থেকে এই বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।