মুম্বই: বিরাট কোহলি-অনুষ্কা শর্মার পর রণবীর সিংহ-দীপিকা পাড়ুকোনেরও ডেস্টিনেশন ওয়েডিং ইতালি। দুই নায়ক নায়িকার পরিবার নিজেদের মধ্যে বসে এ ব্যাপারে চূড়ান্ত করেছে বলে জানা গিয়েছে।

বিয়ে হচ্ছে ১০ নভেম্বর। শোনা যাচ্ছে, ২৮ এপ্রিল পাড়ুকোন ও সিংহ পরিবার ওয়েডিং প্ল্যানার বুক করেছে। তাঁরা ইতালিতে সাত পাকে ঘুরবেন, রিসেপশন পার্টি হবে বেঙ্গালুরুতে। গত মাস থেকে বিয়ের কেনাকাটা শুরু করে দিয়েছেন দীপিকা ও তাঁর মা উজ্জ্বলা। কিছুদিন আগে তাঁদের একটি গয়নার দোকানেও দেখা গিয়েছে।



দীপিকা-রণবীর দুজনেই বিয়ের ব্যাপারে এখনই মুখ খুলতে অনাগ্রহী। তাই ডেস্টিনেশন ওয়েডিং বেছে নিয়েছেন তাঁরা। বিয়েতে নিমন্ত্রিত থাকবেন দুই পরিবারের আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরা।



তবে পাত্রপাত্রী কেউই বিয়ের কথা এখনও প্রকাশ্যে কিছু জানাননি। জানাননি তাঁদের প্রেমের ব্যাপারেও। তবে প্রায় ৫ বছর তাঁরা ডেট করছেন, ঘনিষ্ঠতা হয় গলিয়োঁ কি রাসলীলা: রামলীলা ছবি থেকে। পাকাপাকিভাবে কিছু না বললেও সোশ্যাল মিডিয়ায় একাধিকবার পরস্পরের প্রতি ভালবাসা ব্যক্ত করেছেন তাঁরা।