কলকাতা: চলে গেছেন ইরফান। কিন্তু অনুরাগী আর সমকর্মীদের জন্য রেখে গেছেন এমন কিছু স্মৃতি, যা সততই সুখের।
২০১৫ সালে দীপিকা পাড়ুকোন, ইরফান খান, অমিতাভ বচ্চন অভিনীত পিকু সকলের মন জিতে নেয়। ইরফানের কাছেও পিকু ছিল প্রিয় ছবি। সম্প্রতি ৫ বছর পূর্ণ করল 'পিকু'। কিন্তু উদযাপন করার জন্য পিকুর সঙ্গে নেই রানা। রয়েছে তাঁর স্মৃতি টুকু।
'পিকু'র ৫ বছর পূর্তিতে দীপিকা শেয়ার করলেন পর্দার আড়ালের ছবি। সেখানে পিকু আর রানাকে টেনিস খেলতে দেখা যাচ্ছে। পোস্টে দীপিকা লিখেছেন, ফিরে এস ইরফান। দিয়েছেন, বিষাদী ইমোজি।

সেই সঙ্গে দীপিকা শেয়ার করেছেন এই ছবির গানেরই লিরিকস। 'লমহে গুজর গ্যয়ে'...
গত ২৯ এপ্রিল কোলন ইনফেকশনে আক্রান্ত হয়ে চলে যান ইরফান। গত ২ বছর ভুগছিলেন নিউরোএন্ডোক্রিন টিউমরে। ইরফানের মৃত্যুতে শোক নেমে আসে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সেদিন দীপিকা শেয়ার করেছিলেন একটি কালো ফাঁকা পাতা।