অনুষ্ঠানে সঞ্চালক প্রিয়ঙ্কার সোনালি গাউন বিশ্বের নজর কেড়েছে। কিন্তু আর এক আন্তর্জাতিক তারকা দীপিকাও পিছিয়ে ছিলেন না। ‘এক্স এক্স এক্স: দ্য রিটার্ন অফ জেন্ডার কেজ’-এর তরফে গোল্ডেন গ্লোবস পার্টিতে তাঁর থাকার কথা। খোলা চুল, হলুদ পোশাক আর স্বল্পতম গয়নায় সজ্জিত দীপিকার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তাঁর স্টাইলিস্ট শলীনা নাথানি।
প্রিয়ঙ্কার মত দীপিকাও পরেছেন র্যাল্ফ লরেনের গাউন। দেখা যাক, কার সাজকে ডিজিটাল দর্শক বেশি নম্বর দেন।