মুম্বই: ঐশ্বর্য রাই বচ্চন থেকে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) কিংবা আলিয়া ভট্ট (Alia Bhatt), বলিউডের প্রথম সারির সমস্ত নায়িকাদের সঙ্গেই কাজ করেছেন পরিচালক সঞ্জয়লীলা বনশালী। শেষ কয়েকটি ছবিতে তাঁর নায়িকা ছিলেন দীপিকা পাড়ুকোন। সদ্য কয়েকদিন আগেই মুক্তি পায় 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। এই ছবিতে নায়িকা হিসেবে বেছে নিয়েছেন আলিয়া ভট্টকে। শোনা যায়, এই ছবির জন্যও নাকি দীপিকা পাড়ুকোনকে চেয়েছিলেন পরিচালক। কিন্তু কোনও কারণবশত রাজি হননি দীপিকা। ফলস্বরূপ 'গাঙ্গুবাঈ' চরিত্রে দেখা যায় আলিয়া ভট্টকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞাসা করা হয়, দীপিকা পাড়ুকোন নাকি আলিয়া ভট্ট, তাঁর প্রথম পছন্দ কে? সেই প্রশ্নের উত্তর দিলেন সঞ্জয়লীলা বনশালী।
এক সাক্ষাৎকারে দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভট্টের মধ্যে তাঁর প্রথম পছন্দ কে জিজ্ঞাসা করায় সঞ্জয়লীলা বনশালী বলেন, 'ওরা দুজনেই আলাদা আলাদা মানুষ। দুজনের যেমন উচ্চতা আলাদা। তেমনই দুজনের অভিনয় থেকে ব্যবহার সমস্ত কিছুই আলাদা। ওদের বডি ল্যাঙ্গুয়েজ আলাদা। গলার স্বর আলাদা। আমাকে যদি দুজনের কথা জিজ্ঞাসা করা হয়, তাহলে বলব, দীপিকা সুন্দরী এবং অসাধারণ অভিনেত্রী। আর আমার কাছে আলিয়া অত্যন্ত সুন্দর একটা মেয়ে এবং আলিয়াও অসাধারণ অভিনেত্রী। কিন্তু আমাকে যদি 'বাজিরাও মস্তানি' করতে হয়, তাহলে আমি বাছব দীপিকাকে। আর যদি 'গাঙ্গুবাঈ' করতে হয়, তাহলে চাইব আলিয়া অভিনয় করুক। ওদের দুজনের ধরন অনুযায়ী চরিত্রের প্রস্তাব যায়। ভুল চরিত্রে ভুল অভিনেতাকে নেওয়াও একটা ভুল।'
আরও পড়ুন - Ibrahim Ali Khan Birthday: বিশেষ ছবি পোস্ট করে সেফ-পুত্র ইব্রাহিমকে জন্মদিনের শুভেচ্ছা করিনার
তিনি আরও বলেন, 'আমি এটা বলতে চাইছি না যে 'বাজিরাও মস্তানি' ছবিতে আলিয়া অভিনয় করতে পারবেন না বা 'গাঙ্গুবাঈ' চরিত্রে দীপিকা অভিনয় করতে পারবে না। কিন্তু আমার মনে হয়, ওরা যে ছবিতে অভিনয় করেছে, সেই চরিত্রর জন্য ওরাই আদর্শ।' প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পেয়েছে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। বক্স অফিসে কার্যত ঝড় চালাচ্ছে এই ছবি। ইতিমধ্যেই ৭০ কোটি পেরিয়ে গিয়েছে বক্স অফিস কালেকশন।