মুম্বই: বলিউড প্রেমীদের জন্য সুখবর। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), কমল হাসান (Kamal Haasan) ও প্রভাস (Prabhas) অভিনীত 'প্রজেক্ট কে' (Project K) নিয়ে বড় ঘোষণা নির্মাতাদের। বৃহস্পতিবার এই ছবি নিয়ে কী ঘোষণা করা হল?


'প্রজেক্ট কে' নিয়ে বড় ঘোষণা নির্মাতাদের


আন্তর্জাতিক বিনোদন পত্রিকা 'ভ্যারাইটি'র প্রতিবেদন অনুযায়ী, বহু প্রতীক্ষিত এই কল্পবিজ্ঞান (Sci-Fi) ঘরানার বিগ বাজেট ভারতীয় ছবির প্রথম এক্সক্লুসিভ ঝলক প্রকাশ্যে আসবে 'স্যান দিয়েগো কমিক-কন'-এ (San Diego Comic-Con) উপস্থিত প্রতিভাদের সামনে। 


SDCC-র উদযাপন শুরু হবে, বৈজয়ন্তী মুভিজের মাধ্যমে এই ছবির কিছু অংশ অনুরাগীদের সামনে প্রকাশ্যে এনে। ১৯ জুলাই এই অনুষ্ঠানের উদ্বোধন। সেই রাতেই প্রকাশ্যে আসবে 'প্রজেক্ট কে' ছবির এক্সক্লুসিভ ফুটেজ। 


২০ জুলাই, 'প্রজেক্ট কে' ছবির গোটা টিমের তরফে একটি প্যানেলের আয়োজন করা হয়েছে। যার নাম 'দিস ইজ প্রজেক্ট কে: ফার্স্ট গ্লিম্পস অফ ইন্ডিয়াস মাইথো-সাই-ফাই-এপিক'। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা দীপিকা পাড়ুকোন, প্রভাস ও কমল হাসানের। এই প্যানেলেই ছবির পূর্ণ শিরোনাম, টিজার ট্রেলার ও মুক্তির তারিখ জানানো হবে বলে খবর, 'ভ্যারাইটি' সূত্রে। প্রসঙ্গত, SDCC-র বিশাল মঞ্চে ছবির তারকারাও পারফর্ম করবেন বলে জানা যাচ্ছে। 


 






নির্মাতাদের তরফে প্রকাশিত বিবৃতিতে প্রযোজক বলেন, 'এই এক্সক্লুসিভ ইভেন্ট ভারতের সবচেয়ে উচ্চাভিলাষী সিনেমাটিক মহাবিশ্বে অতিথিদের নিয়ে যাবে তাদের চিত্তাকর্ষক গল্প বলার, ভবিষ্যত সেটিং এবং 'স্পাইস পাঙ্ক' ফিল্ম দ্বারা অনুপ্রাণিত নান্দনিকতার সঙ্গে।' 


আরও পড়ুন: Vastu Shastra: বাড়িতে ক্যাকটাস কিংবা ভাঙা তালা রেখেছেন? দুর্ভাগ্য ডেকে আনছেন না তো?


পরিচালক অশ্বিনও উত্তেজনা প্রকাশ করেছেন। পরিচালকের কথায়, 'স্যান দিয়েগো কমিক-কনে প্রজেক্ট কে-র ডেবিউর কথা ভেবে আমরা রোমাঞ্চিত। ভারতের গল্প বলার ধরনের এক প্রাচীন শিকড় আছে, সঙ্গে দেশের মহাকাব্য যআ বিশ্বব্যাপী একাধিক সভ্যতার সূচনা। এত বড় বিশ্বজনীন জিনিসকে বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বড় মঞ্চ প্রয়োজন। কমিক-কন সেই দিক থেকে একেবারে যথাযথ বলে মনে করি, যেখানে 'প্রজেক্ট কে'র জন্য প্রয়োজনীয় সততা ও উৎসাহ পাওয়া যাবে।' প্রসঙ্গত অভিনেত্রী দিশা পাটানিও 'প্রজেক্ট কে'র অংশ। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial