নয়াদিল্লি: 'অস্কার ২০২৩'-এর রেড কার্পেটে (Red Carpet) ভারতীয় তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। এই বছর অস্কারের মঞ্চে একমাত্র ভারতীয় উপস্থাপক (presenter) হিসেবে উপস্থিত দীপিকা। তাঁর ঘোষণাতেই অস্কারের মঞ্চে অনুষ্ঠিত হল ভারত থেকে এবারের 'অরিজিন্যাল সং' বিভাগে মনোনীত 'নাটু নাটু' (Naatu Naatu)।


উপস্থাপক দীপিকা পাড়ুকোন, চলল 'নাটু নাটু' পারফর্ম্যান্স


কালো অফ-শোল্ডার গাউনে মোহময়ী দীপিকা পাড়ুকোন। '৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস'-এর মঞ্চে ভারতের একমাত্র উপস্থাপক। তিনিই ঘোষণা করলেন তাঁর দেশের 'অরিজিন্যাল সং' বিভাগে মনোনীত 'আর আর আর' ছবির গান 'নাটু নাটু' পারফর্ম্যান্স। তিনি বলেন, 'আপনারা কি নাটু কী জানেন? যদি না জানেন, তাহলে এখনই জেনে যাবেন।' মঞ্চে সিনেমায় গানের দৃশ্যকেই পুনর্নিমাণ করা হয়। রাহুল সিপলিগঞ্জ (Rahul Sipligunj) ও কালা ভৈরবের (Kaala Bhairava)-এর লাইভ পারফর্ম্যান্স এবং নৃত্যশিল্পীদের নাচে প্রাণবন্ত হয়ে ওঠে গোটা থিয়েটার। পারফর্ম্যান্স শেষে দর্শকের মধ্যে দিয়ে বেরিয়ে যান তাঁরা। সকলে দাঁড়িয়ে অভিবাদন জানান তাঁদের।


প্রসঙ্গত, এবারের অস্কারের মঞ্চে, 'সেরা অরিজিন্যাল সং' বিভাগে মনোনয়ন পায় এম এম কীরাবাণীর সঙ্গীত পরিচালনায়, চন্দ্রবোসের লেখায় এই গান। এই বিভাগে মনোনয়ন পায় 'টেল ইট লাইক এ ওম্যান' ছবির গান 'অ্যাপ্লজ', 'টপ গান: ম্যাভেরিক' ছবির 'হোল্ড মাই হ্যান্ড', 'ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার' ছবির 'লিফ্ট মি আপ' ও 'এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স' ছবির 'দিস ইজ এ লাইফ'। 


এদিন অস্কারের মঞ্চে 'নাটু নাটু' গানে পারফর্ম করেন মার্কিন-ভারতীয় নৃত্যশিল্পী লরেন গটলিব। দিন দুই আগেই ঘোষণা করেছিলেন যে তিনি পারফর্ম করবেন। লস অ্যাঞ্জেলসের আইকনিক 'হলিউড' সাইননের সামনে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করেন লরেন। ক্যাপশনে লেখেন, 'বিশেষ খবর!!! অস্কারসে আমি 'নাটু নাটু' গানে পারফর্ম করছি। আমি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে পেরে উত্তেজিত। উইশ মি লাক!!!' তাঁর পোস্টে শুভেচ্ছাবার্তার বন্যা। অনুরাগীদের সঙ্গেই শুভেচ্ছা জানিয়েছেন সঙ্গীতশিল্পী বিশাল দাদলানিও। প্রসঙ্গত, কিছুদিন আগে শোনা গিয়েছিল এই গানে মঞ্চে পারফর্ম করবেন রাম চরণ ও জুনিয়র এনটিআর। তবে সেই সম্ভাবনা নাকচ করে দেন এনটিআর। 


আরও পড়ুন: Oscar 2023: শৌনক সেনের 'অল দ্যাট ব্রিদস'কে পিছনে ফেলে সেরা তথ্যচিত্র হিসেবে অস্কার পেল 'নাভালনি'


সম্প্রতি এক সাক্ষাৎকারে জুনিয়র এনটিআরকে জিজ্ঞেস করা হয়, এই ছবির এমন কোনও মুহূর্ত যা ওঁর কাছে এখনও স্মরণীয়। তাঁর কথায়, 'আমাদের কোনও আন্দাজই ছিল না। ওই গানটা শ্যুট করার অভিজ্ঞতা, আমি বলতে গেলেও পায়ে যন্ত্রণা হচ্ছে।' তিনি আরও বলেন, 'স্টেপসগুলো কঠিন ছিল না কিন্তু সিঙ্ক করানোটা কঠিন ছিল। প্রত্যেকদিন তিন ঘণ্টা করে প্র্যাক্টিস করতে হত। গানের শ্যুটিং চলাকালীনই রিহার্সাল করতাম... ওই গানটার শ্যুট হওয়ার এক সপ্তাহ আগে থেকে রিহার্স করতাম এবং তারপর সেটেও রিহার্সাল দিতাম। পুরোটাই শুধুমাত্র সিঙ্করোনাইজেশনের জন্য।' এর মধ্যেই একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয়েছে 'নাটু নাটু।' অস্কারের দৌড়েও অনেকে বাজি রাখছেন এস এস রাজামৌলি পরিচালিত RRR-র বিপুল জনপ্রিয় গানেটির উপর। গত কয়েক মাস ধরেই 'নাটু নাটু'-র তালে তাল মিলিয়ে নেচে উঠেছে পশ্চিমি দুনিয়া। একাধিক ভিডিও-ও ভাইরাল হয়েছে ইতিমধ্যে।