নয়াদিল্লি: সকালেই মিলেছিল খবর। এবার নিজেরাই পোস্ট করে জানালেন কন্যা সন্তান আগমনের কথা। মা-বাবা হলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও রণবীর সিংহ (Ranveer Singh)। কোলে এসেছে কন্যাসন্তান। আজ, রবিবার, ৮ সেপ্টেম্বর মা হলেন অভিনেত্রী। 


কোলে এসেছে কন্যা সন্তান, আনুষ্ঠানিক ঘোষণা দীপ-বীরের


গতকাল, গণেশ চতুর্থীর দিনই হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অনুরাগীরা আশা করেছিলেন এই পবিত্র দিনেই ভূমিষ্ঠ হবে তাঁর সন্তান। তবে সুখবর মেলে রবিবার। কন্যা সন্তান এসেছে 'রাম লীলা' জুটির কোলে। সকালেই মেলে খবর। তবে রবিবার দুপুরের দিকে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে যৌথ পোস্ট করেন তাঁরা। তাতে লেখা, 'ওয়েলকাম বেবি গার্ল। ৮.৯.২০২৪। দীপিকা ও রণবীর।' পোস্ট করতেই গোটা বলিউডের শুভেচ্ছাবার্তা কমেন্ট বক্সে। আলিয়া ভট্ট একগুচ্ছ ভালবাসা ও আনন্দের ইমোজি পোস্ট করেন। শ্রদ্ধা কপূর, প্রিয়ঙ্কা চোপড়া, অনন্যা পাণ্ডে, ঋদ্ধিমা কপূর, কৃতি শ্যানন, ইব্রাহিম আলি খান, পরিণীতি চোপড়া, শর্বরী ওয়াঘ, সোনাক্ষী সিন্হা, আথিয়া শেট্টি প্রমুখ। তালিকা অত্যন্ত দীর্ঘ। কমেন্টে অর্জুন কপূর লেখেন, 'লক্ষ্মী এসেছেন। রানি এসে গিয়েছেন।' কর্ণ সিংহ গ্রোভার লেখেন, 'ক্লাবে স্বাগত', প্রসঙ্গত তাঁর ও বিপাশারও রয়েছে একরত্তি কন্যা। 


 






আরও পড়ুন: Vikas Sethi Demise: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত 'কভি খুশি কভি গম' খ্যাত অভিনেতা বিকাশ শেঠি


কিছুদিন আগে মাতৃত্বকালীন ফটোশ্যুটে ধরা দিয়েছিলেন দীপিকা। সেই ছবি ভাইরালও হয়েছিল সোশাল মিডিয়ায়। তবে প্রেগন্যান্সির কথা ঘোষণার পর একাধিকবার কটাক্ষের শিকার হন 'পদ্মাবত' নায়িকা। কেন? প্রথমবার মা হওয়ার খবর দেওয়ার পরেই প্রকাশ্যে আসে দীপিকার শ্যুটিংয়ের ছবি। 'সিঙ্ঘম' ছবির শ্যুটিং করতে দেখা যায় তাঁকে। গর্ভাবস্থায় দীপিকাকে শ্যুটিং করতে দেখে অবাক হন অনেকেই। পুলিশের পোশাক পরে ছিলেন না দীপিকা। এতে অনেকের সন্দেহ হয়, তিনি আদৌ অন্তঃসত্ত্বা কি না কারণ তিনি তো একেবারে সাধারণ জীবনযাপনই করছেন। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানে এসেছিলেন দীপিকা ও রণবীর। সেখানেও কোনও পোশাকেই স্পষ্ট ছিল না দীপিকার বেবি বাম্প। এমনকী মঞ্চে উঠে নাচও করতে দেখা যায় দীপিকাকে। এরপরে অনেকেই বলাবলি করেছিলেন অন্তঃসত্ত্বা নন দীপিকা, তাঁর সন্তান পৃথিবীতে আসছে সারোগেসির মাধ্যমে। এরপর ভোট দিতে গিয়েও ক্যামেরাবন্দি হন দম্পতি। সেখানেও তাঁর চলন, হাঁটার ধরন ও শারীরিক গঠন, অঙ্গভঙ্গি নিয়ে বিস্তর নেতিবাচক কমেন্ট ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তবে এই বিষয়ে কোনও উত্তরই দেননি দীপিকা ও রণবীর। তাঁরা অপেক্ষা করছিলেন সঠিক সময়ের। এরপর বেবি বাম্প সমেত একাধিকবার সর্বসমক্ষে দেখা মেলে দীপিকার। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।