Gold Silver Rate: ভারতীয়দের কাছে সোনা শুধু যে বিনিয়োগের মাধ্যম তা নয়, সোনা একইসঙ্গে গর্ব ও সমৃদ্ধির প্রতীক। আর গত কয়েক বছরে এই কারণেই সোনার দাম দ্রুত হারে বেড়েছে। শনিবার গতকাল দিল্লিতে ২৪ ক্যারাট সোনার দাম (Gold Price) ছিল ১০ গ্রামে ৭৩০২০ টাকা। দেশে এখন উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। বাংলাতেও আগামী মাসের শুরুতেই রয়েছে দুর্গাপুজো। পরপর পুজোর মরশুম শুরু হবে এই সময়। আগামী ধনতেরাসে সোনার (Gold Silver Price) চাহিদা রেকর্ড উচ্চতায় পৌঁছাতে চলেছে। আগামী তিন মাস সোনার চাহিদা বাড়ার কারণে দামও বাড়তে চলেছে।


আভ্যন্তরীণ চাহিদার কারণে দাম বাড়ছে সোনার


চলতি অর্থবর্ষে সোনার দাম বিপুলভাবে বেড়েছে। দেশীয় চাহিদা বাড়ার কারণে সোনার দামও পাল্লা দিয়ে বেড়েছে। বিশ্বের বহু কেন্দ্রীয় ব্যাঙ্ক ক্রমান্বয়ে সোনা কিনে চলেছে। আর এই কারণেই সোনার দাম আরও বেড়েছে। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে সোনার উপর কাস্টম ডিউটি কমিয়েছেন। ফলে বাজেটের পরে কিছুদিনের মধ্যেই সোনার দাম অনেকটাই কমে যায়। কিন্তু সেই দাম কমার ধারা আর নজরে আসছে না।


বাজেটের পর দাম কমেছিল সোনার


বাজেটে কাস্টম ডিউটি কমার পর যে হারে সোনার দাম কমছিল, সেই দাম কমার ধারা এখন আর দেখা যাচ্ছে না। ভারতে সোনার চাহিদা বরাবরই খুব বেশি। আর গহনা নির্মাতারা এই চাহিদা বাড়ানোর পিছনে সবথেকে বড় ভূমিকা রাখেন। আর এই পুজোর মরশুম, বিয়ের মরশুম শুরু হলে সোনার চাহিদা আরও বাড়বে। ফলে দাম আরও বাড়তে চলেছে। মানুষ আরও বেশি মাত্রায় এই সময় সোনা কিনবেন। সামনেই ধনতেরাসও আছে, আর এরই মাঝে জানা গিয়েছে মার্কিনি ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে।


২ সপ্তাহ পর থেকেই বাড়বে সোনার দাম


পিএল ওয়েলথ ম্যানেজমেন্টের চিফ বিজনেস অফিসার শশাঙ্ক পাল জানিয়েছেন আগামি ২ সপ্তাহের মধ্যে সোনার দাম ১ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। আর আগামী ৩ মাসে এই দাম বাড়ার ধারা চলতে থাকবে। আর সোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে রুপোর দামও। আগামী ১৫ দিনের মধ্যেই ০.৫০ শতাংশ দাম বাড়তে চলেছে সোনার। সোনার দাম এভাবে বেড়ে যাওয়ার পিছনে মূলত তিনটি কারণকে দায়ী করেছেন শশাঙ্ক, তার মধ্যে রয়েছে বিশ্ববাজারে সঙ্কট, দেশীয় চাহিদা এবং ডলারের বিনিময়ে রুপির মূল্যের পতন।


আরও পড়ুন: Air India: টাটা নিতেই লোকসান থেকে লাভের পথে এয়ার ইন্ডিয়া, ভিস্তারা এক হলে বদলে যাবে ছবি !