পজেজিভ দীপিকা! রণবীরের ইন্সটায় হিট ছবিতে ডিপির মন্তব্য দেখুন
পিছনে নীল সমুদ্র, সামনে ফিট অ্যান্ড হ্যান্ডসম রণবীর। শার্টের বোতাম অর্ধেক খোলা। সেই ছবি দেখে নেটিজেনরা পাগল।
তবে সম্প্রতি রণবীর সিংহের ইন্সটাগ্রামে একটি ছবি ভাইরাল হয়। সেখানে নায়কের ওপর নায়িকার অধিকার ব্যক্ত হয়েছে ছোট্ট একটি মন্তব্য থেকে
২০১৩ সালে রামলীলা ছবির শ্যুটিংয়ের সময় থেকে দুজনের প্রেমের শুরু
প্রকাশ্যে কোনওদিনই নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি।
তবে বলিউডের এই প্রেমিকযুগলকে নিজেদের প্রেম নানা ভাবে ব্যক্ত করতে দেখা গিয়েছে
শোনা যাচ্ছে এই বছর নভেম্বরে ঘনিষ্ঠ কিছু আত্মীয় ও বন্ধুদের সামনে বিয়ে করবেন তাঁরা
তবে প্রকাশ্যে সেকথা কোনওদিনই কেউ স্বীকার করেননি।
বিয়ের প্রস্তুতিও নাকি তুঙ্গে।
রণবীর এক সাক্ষাতকারে বলেছেন, বিয়ে এবছরই তিনি করবেন, তবে কখন, কোথায় সেব্যাপারে কিছু খোলসা করনেনি
রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন।
ছবির নীচে দীপিকা লিখেছেন ‘মাইন’ তারপরে ভালবাসার কয়েকটি চিহ্ন
দুজনে বিয়ের পর যে স্বপ্নের বাড়িতে থাকবেন, সেটাও নাকি কেনা হয়ে গিয়েছে