কলকাতা: জীবনের নতুন সদস্য আসার অপেক্ষায় তিনি যেন ঝলমল করছেন। দিন গুনছেন জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ার। আর এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিলেন তিনি। দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। জুলাই সেলফ-কেয়ার মান্থ, অর্থাৎ নিজের পরিচর্যা করার মাস। কেবল অন্তঃসত্ত্বা থাকা অবস্থাতেই নয়, চিরকালই নিজের যত্ন নিতে ভালবাসেন দীপিকা। নিজের একগুচ্ছ ছবি শেয়ার করে তিনি দিলেন সেই বার্তা। 


সোশ্যাল মিডিয়ায় দীপিকা যে ছবিগুলি শেয়ার করে নিয়েছেন তার বেশিরভাগেই তাঁর মুখে কোনওরকম রূপটান নেই। এক্কেবারে নো -মেক আপ লুকেও ঝলমল করছেন দীপিকা, ঝলমল করতে তাঁর ত্বক। দীপিকা লিখছেন, 'এটা নিজের পরিচর্যা করার মাস। কিন্তু কেন কেবল একটা বিশেষ মাসকে নিজের পরিচর্যাপ মাস হিসেবে বেছে নিতে হবে যখন আমরা প্রত্যেকটি দিনই নিজের যত্ন করতে পারি? যদি ত্বকের যত্নের কথা বলতে যাই, তাহলে অবশ্যই বলতে হবে সঠিক খাবার খাওয়া, পর্যাপ্ত সময় ধরে ঘুমানো, শরীর এবং ত্বককে আর্দ্র রাখা এবং, ত্বকের খুব অল্প কিন্তু নিয়মিত যত্ন.. এগুলো হল সুস্থ ত্বকের গোড়ার কথা। আমার জন্য ত্বকের যত্ন হল ত্বক পরিষ্কার করা, ত্বককে আর্দ্র রাখা এবং ত্বককে রক্ষা করা। আর সপ্তাহের মধ্যে একটা দিন একটু বেশি যত্ন নেওয়া প্রয়োজন, একটা ফুল বডি ম্যাসাজ, একটা হেয়ার মাস্ক, একটা ফেস মাস্ক।'


এরপরে দীপিকা শেয়ার করে নিয়েছেন তাঁর ব্র্যান্ডের বেশ কয়েকটি প্রোডাক্টের কথা। দীপিকা নিজে একটি বিউটি ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা। নিজের ঘাড়ে ব্র্যান্ডের নাম ট্যাটু করিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় হামেশাই দীপিকা তাঁর ব্র্যান্ডের বিজ্ঞাপন দেন, তবে সেটা নিজের ছন্দে। দীপিকা সদ্যই নিজের যে ছবিগুলি শেয়ার করে নিয়েছেন, সেখানে একেবারে ঝলমলে দেখাচ্ছে তাঁকে। রূপটানেরও কোনও প্রয়োজন নেই তাঁর, নতুন সদস্য আসার আনন্দে ঝলমল করছেন হবু মা।


 






আরও পড়ুন: Anant-Radhika Marriage: লন্ডনে হবে অনন্ত-রাধিকার বিবাহ পরবর্তী অনুষ্ঠান? বুক করা হয়েছে সাত তারা হোটেল?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।