নয়াদিল্লি: পরিচালক শকুন বাত্রার (Shakun Batra) আগামী ছবিতে সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturvedi) ও অনন্যা পাণ্ডের (Ananya Panday) সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone)। যদিও ছবির নাম এখনও ঠিক হয়নি। সিনেপ্রেমীরা যদিও ছবি সম্পর্কে আরও আপডেটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। তবে ছবি নির্মাতারা এখনও কিছুই বলেননি।


এই ছবিতে অন্যতম প্রধান চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। গত বুধবার, ২৪ নভেম্বর, ছবির ডাবিং শুরু করলেন অভিনেত্রী। আপাদমস্তক সাদা পোশাকে এক ডাবিং স্টুডিওর বাইরে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন অভিনেত্রী। মুখ ঢাকা ছিল মাস্কে।


 






কর্ণ জোহর ও শকুন বাত্রা এই ছবিতে দীপিকার চরিত্র আপাতত গোপনই রেখেছেন। সূত্রের খবর অনুযায়ী, 'তামাশা' অভিনেত্রী এই চরিত্রের জন্য বিশেষ যোগা ট্রেনিং নিয়েছেন। 


 





আরও পড়ুন: কার্তিক আরিয়ানের 'ধামাকা' দেখে কী করল চার বছরের এই খুদে? মুহূর্তে ভাইরাল ভিডিও


গত অগাস্ট মাসেই এই ছবির শ্যুটিং শেষ করেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সহ-অভিনেতাদের সঙ্গে ছবিও পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, 'আজীবনের ভালবাসা, বন্ধুত্ব ও স্মৃতি।'