নয়াদিল্লি: ৭৭তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের (77th British Academy Film Awards) মঞ্চে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। বিদেশের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নজর কাড়লেন শাড়িতে। জনপ্রিয় ফিল্ম অ্যাওয়ার্ডস 'বাফটা'য় (BAFTA) উপস্থাপকের ভূমিকায় ছিলেন বলিউড ডিভা। 


'বাফটা'য় সব্যসাচীর শাড়িতে বলিউড ডিভা দীপিকা পাড়ুকোন


এই প্রথমবার 'বাফটা'র মঞ্চে দীপিকা পাড়ুকোন। ব্রিটিশ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে উপস্থাপকের ভূমিকায় পৌঁছেও হৃদয়ে রেখেছিলেন নিজের দেশকে। তারকা ডিজাইনার সব্যসাচীর (Sabyasachi) ডিজাইন করা 'শিমারি' শাড়িতে ঝলমল করলেন অভিনেত্রী। লন্ডনের 'রয়্যাল ফেস্টিভ্যাল হল'-এর (Royal festival Hall of London) লাল গালিচায় (Red Carpet) হাঁটলেন অভিনেত্রী, শাড়ি ও তার সঙ্গে মানানসই ব্যাকলেস ব্লাউজ পরে। বলিউডের সকলেই প্রায় শাড়ি বা যে কোনও এথনিক পোশাকের জন্য চোখ বন্ধ করে ভরসা করেন সব্যসাচীর ওপর। এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। 


দীপিকা পাড়ুকোন এদিন পরিচালক জোনাথন গ্লেজারের হাতে পুরস্কার তুলে দেন, 'বেস্ট ফিল্ম নট ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ' বিভাগে তাঁর 'দ্য জোন অফ ইন্টারেস্ট' ছবির জন্য। দীপিকা পাড়ুকোনকে শেষ দেখা গিয়েছে হৃত্বিক রোশনের সঙ্গে 'ফাইটার' ছবিতে। 


অভিনেত্রী এদিনের লুকে একগুচ্ছ ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। শালীনা নাথানি, যিনি দীপিকা পাড়ুকোনের স্টাইলিংয়ের দায়িত্বে থাকেন, তিনিও অভিনেত্রী 'বাফটা লুক'-এর একটি ছবি পোস্ট করেন। সেলিব্রিটি ফিটনেস ট্রেনার অনুষ্কা পারওয়ানি 'বাফটা'য় যাওয়ার আগের ছবি পোস্ট করেন। অনুষ্ঠানের সকালে শারীরিক কসরত করে ঘাম ঝরানোর ঝলক মেলে।


 






তবে এই প্রথম আন্তর্জাতিক স্তরের অনুষ্ঠানে দেশীয় পোশাকে হাজির হলেন দীপিকা পাড়ুকোন, এমন নয়। বেশ কয়েক বছর আগে যখন তিনি প্রথমবার 'কান ফিল্ম ফেস্টিভ্যাল'-এর রেড কার্পেটে হেঁটেছিলেন, তখন রোহিত বলের ডিজাইন করা শাড়ি পরেছিলেন। এরপর একবার তাঁকে সব্যসাচীর শাড়িতে দেখা যায়। ২০২২ সালের 'কান চলচ্চিত্র উৎসব'-এ তাঁকে আবু-সন্দীপের ডিজাইন করা শাড়িতে দেখা যায় যেখানে জুরির আসনে ছিলেন তিনি। 


আরও পড়ুন: Varun Dhawan: সাদা-কালো ছবিতে ঝলমলে অধ্যায়, অনুরাগীদের সুখবর দিলেন বরুণ


এবারের 'বাফটা'র সঞ্চালনা করছিলেন ডেভিড টেন্যান্ট। সেখানে পুরস্কার দেওয়ার জন্য মঞ্চে যোগ দেন দীপিকা পাড়ুকোন। উপস্থাপক বা প্রেজেন্টার হিসেবে মঞ্চে ওঠেন, হিউ গ্রান্ট, দুয়া লিপা, ইদ্রিস এলবা বা অ্যান্ড্রিউ স্কটের মতো একাধিক তারকা। মনোনয়নের লম্বা তালিকায় নাম ছিল ব্র্যাডলি কুপার, কিলিয়ান মারফি, পল গিয়ামাটি বা এমা স্টোন, ম্যারগট রবি, রবার্ট ডাউনি জুনিয়র, রায়ান গজলিন প্রমুখ তারকাদের। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।