নয়াদিল্লি: অবসাদ! এমনই ভয়ঙ্কর এক অসুখ, কার জীবনে কখন হানা দেয় বলা ভারী মুশকিল। সুশান্ত সিংহ রাজপুতের সম্ভাব্য আত্মহত্যার কারণ হিসেবে উঠে আসছে অবসাদের কথা।
এর আগে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন একসময় অবসাদের সঙ্গে কঠিন লড়াই চালিয়েছিলেন। সে-কথা নিজেই সকলকে জানান পরে। এখন মানসিক স্বাস্থ্য নিয়ে একটি সংস্থাও চালান তিনি।
সুশান্তের মৃত্যুর পর একটি পোস্টে আবারও অবসাদ নিয়ে সকলকে সতর্ক করলেন তিনি। সুশান্তের 'রবতা' ছবিতে একটি গানের দৃশ্যে একসঙ্গে কাজ করেছিলেন দুজনে। সহ অভিনেতার স্মরণে পোস্ট করতে গিয়ে দীপিকা লিখলেন, 'কথা বলুন, প্রকাশ করুন, সাহায্য চান'।



দীপিকা লেখেন, তিনিও একসময় এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন। মনে রাখতে হবে, 'আপনি একা নন, আমরা প্রত্যেকেই এর মধ্যে দিয়ে যাই। সবথেকে বড় কথা, আশা আছে।'
২০১৫ তে দীপিকা প্রথম নিজের মানসিক অবসাদ নিয়ে কথা বলেন। তিনি যে গভীর অবসাদের মধ্যে ছিলেন এবং তারপর চিকিৎসায় তিনি ভাল হয়েছেন, সে-কথা জানান।
সে-সময় দীপিকা বলেছিলেন, "একদিন সকালে উঠে হঠাৎ মনে হল, আমি দিগভ্রান্ত, কোথায় যাব, কী করব, জানি না। আমি লুকিয়ে লুকিয়ে কাঁদতাম।''
সেরে ওঠার পরও দীপিকা ভয় পেতেন, যদি আবার ফিরে আসে অবসাদ! অবসাদের বিরুদ্ধে লড়াই চালানোর জন্য দীপিকা তৈরি করেন 'লিভ লাভ লাফ' নামক সংস্থা।