কলকাতা: ফের চর্চার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। সদ্য, বিভিন্ন বিষয়ে, বারে বারেই চর্চায় উঠে আসছেন তিনি। কখনও কাজ করার সময় নিয়ে তাঁর আপত্তি তো কখনও বিগ বাজেট সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেওয়া, বলিউডে বারে বারেই চর্চায় উঠে এসেছেন দীপিকা। মেয়ে হওয়ার পর থেকেই বড়পর্দা থেকে দূরে তিনি। যে সিনেমার হাত থেকে তাঁর বড়পর্দায় ফেরার কথা ছিল, সেই সিনেমা থেকেও নাকি তিনি বাদ পড়েছেন। দীপিকা পাড়ুকোনের টিমের তরফ থেকে অবশ্য বলা হয়েছে, বাদ নয়, নিতান্ত ছোট চরিত্র ছিল বলেই ওই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন দীপিকা। তবে এবার, তাঁকে ঘিরে বিতর্কের কারণ অন্য। এবার হিজাব পরার জন্য কটাক্ষের শিকার হয়েছেন দীপিকা পাড়ুকোন!

Continues below advertisement

সদ্যই প্রকাশ্যে এসেছে একটি বিজ্ঞাপন। সেখানে আবু ধাবি ট্যুরিজমের একটি বিজ্ঞাপন করেছেন দীপিকা ও রণবীর সিংহ (Ranveer Singh)। এই বিমানবন্দরে দেখা গিয়েছে, রণবীরের গায়ে কালো পোশাক, লম্বা দাড়ি। অন্যদিকে, দীপিকার পরণে দেখা গিয়েছে, হিজাব। আর এই বিজ্ঞাপন নিয়ে বেঁধেছে যাবতীয় সমস্যা। হিন্দু হয়ে দীপিকা কেন হিজাব পরেছেন, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বারে বারে। যদিও এই ব্যাপারে নায়িকাকে রক্ষা করতে ঢাল হয়ে দাঁড়িয়েছে তাঁর অনুরাগীরাই। অনেকেই লিখেছেন, একজন ভারতীয় হিসেবে দীপিকা অন্য ধর্মের প্রতি সম্মান জানিয়েছেন। দীপিকার পোশাকে কোনও অশ্লীলতা নেই। বরং বিদেশের কাছে আবু ধাবির সৌন্দর্য্যকে সেইভাবেই ফুটিয়ে তুলেছেন দীপিকা। এতে অভিনেত্রীর দোষ দেওয়া বৃথা। অনেকে আবার বলেছেন, আবু ধাবির শেখ জায়াত মসজিদে যাওয়ার সময়, সে পুরুষ হোক বা মহিলা, প্রত্যেকেরই মাথা ঢাকতে হয়। রণবীর আর দীপিকা শুধু সেই বার্তাই দিয়েছেন। আরও এক অনুরাগী লিখেছেন, 'দীপিকা আর রণবীর কি সিদ্ধি বিনায়ক মন্দিরে গেলেও এই একই পোশাক পরে যান? নিশ্চিতভাবে নয়। কিন্তু তাঁরা যেখানে যাচ্ছেন, সেই মতো পোশাকই তো পরিধান করবেন। সেটাই স্বাভাবিক। এ নিয়ে অভিনেত্রীকে কটাক্ষ করা যুক্তিহীন।

এই বিজ্ঞাপনটি নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন রণবীর ও দীপিকা। তবে এই বিষয়ে কোনও কটাক্ষেরই কোনও উত্তর তাঁরা দেননি।

Continues below advertisement