মুম্বই: গান মুক্তির কথা আগামীকাল। কিন্তু তার আগেই নেটদুনিয়ায় ঝড় তুলেছে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-র নতুন ছবি। সোশ্যাল মিডিয়ায় সোনালি বিকিনিতে দীপিকার ছবি ইতিমধ্যেই ভাইরাল। আর একবার খোদ পরিচালক মুখ খুললেন অভিনেত্রীর এই ছবি নিয়ে।                                                                                                                                                                   


পরিচালক বলেছেন, 'দীপিকা পাড়ুকোন একজন ভীষণ ভাল অভিনেত্রী। আর প্রতিটা ছবির সঙ্গে ও আরও আরও উন্নতি করছে। তবে শুধু তাই নয়, দীপিকা এই সময়ের অন্যতম আকর্ষণীয় অভিনেত্রী। এই ছবিতে ওঁকে কাস্ট করা একটা অন্যতম এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করবে ছবিতে। দীপিকা একই সময়ে কঠিন কিন্তু সমানভাবে আকর্ষণীয় হতে পারে। যদি আপনার ছবিতে আপনি দীপিকাকে অভিনেত্রী হিসেবে পান, তাহলে ওঁকে এমনভাবেই দর্শকদের সামনে তুলে ধরুন যাতে ওঁর প্রতি সুবিচার করা হয়।'               


আরও পড়ুন: Shakira on Morocco Win: প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমিতে মরক্কো, 'ওয়াকা ওয়াকা'-র ছন্দে শুভেচ্ছা শাকিরার


আগামীকাল মুক্তি পাবে 'পাঠান' (Pathaan) ছবির নতুন গান 'বেশরম রঙ' (Besharam)। প্রসঙ্গত, দীর্ঘ বিরতি কাটিয়ে 'পাঠান' ছবি দিয়ে পর্দায় ফিরছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল 'জিরো' ছবিতে। 'পাঠান' ছবিটি মুক্তি পাবে আগামী ২৫ জানুয়ারি। এই ছবিতে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ছাড়াও দেখা যাবে জন আব্রাহামকে।