জয়পুর: মধ্যপ্রদেশ ও ছত্তিসগড় সরকারের সিদ্ধান্ত অনুসরণ করে এবার দীপিকা পাদুকোন অভিনীত ‘ছপাক’ ছবিকে করমুক্ত ঘোষণা করল আরেক কংগ্রেস-শাসিত রাজ্য রাজস্থান। মেঘনা গুলজার পরিচালিত ছবিকে করমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় শুক্রবার গভীর রাতে। শনিবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত ট্যুইটারে লেখেন, ‘ছপাক’-কে করমুক্ত ছবি ষোষণা করতে পেরে আমারা খুশি। করের আওতা থেকে এই ছবিকে বাদ দেওয়ার বিষয়টিকে মানুষ স্বাগত জানিয়েছে। এটা অনেকের চোখ খুলে দেবে।
এবার দীপিকা-অভিনীত ‘ছপাক’-কে করমুক্ত ঘোষণা রাজস্থানের
Web Desk, ABP Ananda | 12 Jan 2020 01:50 PM (IST)