মুম্বই: বলিউডের পর এবার হলিউডেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন দীপিকা পাড়ুকোন। কিন্তু কজন জানেন, দীপিকার বোন অনিশা পেশাদার গলফার।

এবার দীপিকা ইনস্টাগ্রামে পোস্ট করলেন ২ বোনের ছোটবেলার ছবি।


ছবিটিতে কে লাইক দিয়েছেন জানেন? খোদ রণবীর সিংহ!