'বাজিরাও মস্তানি'-র ১ বছর: সোশ্যাল মিডিয়ায় পালন করলেন দীপিকা, প্রিয়ঙ্কারা
ABP Ananda, Web Desk | 20 Dec 2016 12:30 PM (IST)
মুম্বই: ১ বছরে পড়ল সঞ্জয় লীলা বনশালীর ব্লকবাস্টার 'বাজিরাও মস্তানি'। এমন একটি ঐতিহাসিক কাহিনীর ওপর ভিত্তি করে প্রস্তুত সিনেমায় কাজ করার অভিজ্ঞতা কলাকুশলীরা ভুলতে পারছেন না। সোশ্যাল মিডিয়ায় বনশালীকে ধন্যবাদ জানিয়েছেন ছবির তিন প্রধান শিল্পী।