৬৭ বছর বয়সি অভিনেত্রীকে গত বছর তাঁর ছেলে একটি হাসপাতালে ফেলে রেখে চলে যান। তারপর থেকে আর অভিনেত্রীর সন্তানদের কোনও খোঁজ মেলেনি। এরপর থেকেই তাঁকে বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। কিন্তু সন্তানদের থেকে এভাবে পরিত্যক্ত হওয়ার যন্ত্রণা এক মায়ের মনকে শেষ করে দিয়েছিল। ছেলে-মেয়ে কেউই আর যোগাযোগ রাখতেন না মায়ের সঙ্গে। সূত্রের খবর, শনিবার অভিনেত্রীর মৃত্যুর পর এখন তাঁর শেষকৃত্য সম্পন্নের জন্যে সন্তানদের খোঁজ চলছে।
প্রসঙ্গত, ছেলে-মেয়ের থেকে এই বিচ্ছেদ যন্ত্রণা কতটা আঘাত দিয়েছিল প্রয়াত অভিনেত্রীকে, সেটা চলচ্চিত্র ব্যক্তিত্ব অশোক পন্ডিতের টুইট থেকেই পরিস্কার।
অভিনেত্রী তাঁর জীবনের শেষমুহূর্ত পর্যন্ত তাঁর সন্তানদেরই অপেক্ষা করেছেন।
প্রায় একশোটি ছবিতে অভিনয় করেছেন প্রয়াত অভিনেত্রী। এরমধ্যে অন্যতম কমল আমরোহির ‘পাকিজা’ এবং ‘রাজিয়া সুলতান’। জীবনের শেষসময় সন্তানদের থেকে বিচ্ছেদের পর ছবির প্রযোজক রমেশ তৌরানি এবং অশোক পন্ডিতই তাঁর দেখভাল করছিলেন, সমস্ত খরচও দিচ্ছিলেন। অভিনেত্রীর ছেলে রাজা পেশায় কোরিওগ্রাফার এবং মেয়ে পূজা বিমানসেবিকা।