নয়াদিল্লি: এনডিএ সরকারের চতুর্থ বর্ষপূর্তিতে নিজের অ্যাপে একটি সমীক্ষার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দেশের মানুষকে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার এবং সাংসদ ও বিধায়কদের কাজের মূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর ট্যুইট, ‘আপনাদের মতামতই আসল। আপনাদের অঞ্চলে কেন্দ্রীয় সরকারের কাজ, বিভিন্ন প্রকল্প এবং উন্নয়নমূলক কাজ সম্পর্কে মতামত আমাকে জানান। নমো অ্যাপে এই সমীক্ষায় যোগ দিন।’
কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, এই সমীক্ষায় বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে। এর মাধ্যমে সাংসদ ও বিধায়কদের কাজের খতিয়ান যেমন জানা যাবে, তেমনই বিভিন্ন অঞ্চলে সরকারি প্রকল্প ও পরিকাঠামোর বিষয়েও খবর পাওয়া যাবে।
আগামী বছরই লোকসভা নির্বাচন। তার আগে এই সমীক্ষা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর, দেশের মানুষ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয়ে কী ভাবছেন এবং তাঁরা সরকারের কর্মসংস্কৃতিতে বদল চান কি না, সেটা এই সমীক্ষার মাধ্যমে জানার চেষ্টা করা হবে। এছাড়া সততা, নম্রতা ও জনপ্রিয়তার বিচারে রাজ্য ও অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় তিনজন বিজেপি নেতার তালিকা তৈরি করারও আহ্বান জানানো হচ্ছে এই সমীক্ষায়।
সরকার, সাংসদ-বিধায়কদের কাজের মূল্যায়ন করুন সাধারণ মানুষ, চতুর্থ বর্ষপূর্তিতে আহ্বান মোদীর
Web Desk, ABP Ananda
Updated at:
26 May 2018 10:49 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -