কলকাতা: মুক্তির প্রথমদিনই নজর কেড়েছে দেব (Dev Adhikari)-রুক্মিণীর (Rukmini Maitra) কিশমিশ। অনুরাগীদের ভালবাসায় হাউসফুল (Housefull) দেবের ছবি। তবে এসবের মাঝে দেবের জীবনে ঘটল এক দুর্দান্ত অনুভূতি। যেন অস্কার (Oscar) পেলেন দেব। অনুরাগীদের ভালবাসা-শুভেচ্ছা তো আছেই, তবে এই প্রথমবার তাঁকে প্রকাশ্যে আর্শীবাদ দিলেন বাবা গুরুদাস অধিকারী।


দেবের কোনও ছবি মুক্তি পেলে তা দেখতে যান মা-বাবা-বোন। তবে কখনওই নিজের মনের ভাব এভাবে ব্যক্ত করেননি গুরুদাসবাবু। এবারে ছেলের অভিনয় দেখে দেবকে চিঠি লিখলেন তিনি। আর তাতেই দেবের অস্কার প্রাপ্তি হল অভিনেতার। সেই চিঠির ভিডিও শেয়ার করে এমনই কথা শেয়ার করলেন তৃণমূল সাংসদ।


চিঠিতে তিনি লিখেছেন, 'কিশমিশ সুপার ডুপার হিটস'।প্রসঙ্গত, হুল মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবিতে কৃশানু ওরফে টিনটিনের ভূমিকায় অভিনয় করেছেন দেব। তাঁর বিপরীতে রোহিনীর চরিত্রে রয়েছেন রুক্মিণী মৈত্র।  এছাড়াও ছবিতে রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, অঞ্জনা বসু, কমলেশ্বর মুখোপাধ্যায়, জুন মাল্য।



আরও পড়ুন, হাউসফুল শো, রেড কার্পেটে তারকা সমাগম, জমজমাট 'কিশমিশ'-এর প্রিমিয়ার


চিঠিতে বাবার রিভিউ পেয়ে আপ্লুত দেব লিখলেন, আজ পর্যন্ত আমার ৩৯ বছরের এই জীবনে আমার বাবা আমাকে একটি চিঠিও লেখেনি, প্রতিটা সিনেমার মতো আজকেও আমার বাবা এবং আমার পরিবার এসেছিলো Kishmish সিনেমাটি দেখতে, সিনেমা শেষ হওয়ার পর ব্যস্ততার কারণে বাবার কাছে জানতে পারিনি কেমন লেগেছে সিনেমাটা, সব শেষে যখন বাড়ি ফিরলাম তখন দেখলাম দরজার বাইরে বাবা লিখেছে "Kishmish Super duper Hetes”, আজকে যেন মনে হলো বাবাকে জীবনে প্রথমবার গর্ববোধ করাতে পারলাম, #Kishmish আপনাদের কতটা ভাল লাগবে তা আমার জানা নেই, কিন্তু আজকের দিনের এই অনুভূতিটা আমার কাছে কিশমিশের মত মিষ্টি হয়ে থাকবে সারা জীবন। সিনেমার ভাষায় আজ যেনো অস্কার পেলাম ।