কলকাতা: এই ছবি তাঁদের স্বপ্নের প্রোজেক্ট। দীর্ঘদিনের অপেক্ষা এই প্রোজেক্টের জন্য। অবশেষে শ্যুটিং ফ্লোরে গিয়েছে 'রঘু ডাকাত' (Raghu Dakat)। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির প্রথম শিডিউল। আগামীকাল থেকে শুরু নতুন হচ্ছে ছবির নতুন শিডিউল। তার আগে, একেবারে মাঠে বসে দুপুরের খাবার সারল গোটা টিম। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhrubo Banerjee) সহ দেব (Dev) ও অন্য়ান্যরা মাটিতে বসেই জমিয়ে খাবার খেলেন। 

Continues below advertisement

সোশ্যাল মিডিয়ায় আজ দেব দুটি ছবি দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে, বড় হাঁড়িতে রান্না হয়েছে ইউনিটের সবার। তাঁবু খাটিয়ে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া সারছেন। সোশ্যাল মিডিয়ায় দেব লিখেছেন, 'আমার হেড অফ ডিপার্টমেন্টের সঙ্গে। 'রঘু ডাকাত'-এর দ্বিতীয় শিডিউলের জন্য আমরা সবাই তৈরি। আগামীকাল থেকে ঝাড়খণ্ডে শুরু হচ্ছে শ্য়ুটিং।'

এই ছবির শ্যুটিং শুরুর দিন, সোশ্যাল মিডিয়ায় দেব লিখেছিলেন, '২০২১ থেকে আমরা যে স্বপ্নটা দেখেছিলাম, সেই স্বপ্নটা সত্যি হতে চলেছে। আজ আমাদের শ্যুটিং শুরু হল। শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনি ছাড়া এই কাজটা কখনও সম্ভব ছিল না। আজ আমরা ইন্ডাস্ট্রি হিসেবে যেখানে দাঁড়িয়ে রয়েছি, প্রত্যেকটা পয়সা এখানে গুণে গুণে খরচ করা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে এমন একটা প্রোজেক্টে হাত দিতে অনেকটা সাহস লাগে। আমি যখন চোখে অন্ধকার দেখছিলাম এই ছবিটা নিয়ে, একমাত্র আমার পরিচালক, ধ্রুব বন্দ্যোপাধ্যায় তখনও আশার আলো দেখছিলেন এই কাজটা নিয়ে। ওঁর প্যাশনের জন্যই আজ এই প্রোজেক্টটা সম্ভব হচ্ছে। আমার টিম ও গত ৬ মাস ধরে এই প্রোজেক্টটা নিয়ে কাজ করছে। সবকিছু ঠিকঠাক থাকলে, ২০২৫-এর সবচেয়ে বড় ছবির জন্য তৈরি হয়ে যান। 'রঘু ডাকাত' -এর শ্যুটিং শুরু হল আজ থেকে। আমাদের জন্য প্রার্থনা করবেন।'

Continues below advertisement

এই ছবি নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছিল। অনেকেই একটা সময় মনে করেছিলেন, এই কাজটি বোধহয় সম্ভব নয় করা। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন ছিল, খুব বড় বাজেটই এই ছবির রাস্তায় প্রধান অন্তরায়। আজ দেবের কথা থেকেও সেই ইঙ্গিতই পাওয়া গেল। তবে জট কাটিয়ে অবশেষে এই ছবির শ্যুটিং শুরু হল আজ। ধ্রুব বন্দ্যোপাধ্যায় সবসময়েই বলেন, তিনি ছবি করার সময় সবসময় ছোটদের কথা মাথায় রাখেন। তাঁর কথায়, নতুন দর্শক তৈরি করা সব সময় জরুরি। এই ছবি ও সেই পথেই যে হাঁটছে তা বলারই বাহুল্য।